সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাতছাড়া হ’লো আ’রো একটি শহর, ভ’য়’ঙ্ক’র পরিস্থিতি ইউক্রেন জু’ড়ে

ইউক্রেন আক্রমণ করে রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি। ইউক্রেনে রুশ আগ্রাসন চার মাস পেরিয়ে পঞ্চম মাসে পড়ল। বর্তমানে দেশটির পূর্বাঞ্চলে তীব্র লড়াই হচ্ছে। অনেক দিন আগে থেকেই ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহর দখলের লড়াইয়ে ভয়ানক যুদ্ধে মেতেছিল মস্কো এবং কিভের সেনাবাহিনী।

অনেকদিন আগেই সেভেরোদোনেৎস্ক রক্ষার দায়িত্বে থাকা সেনাবাহিনীর প্রধান ওলেক্সান্ডার স্ট্রাইউক জানিয়েছিলেন, শহরের সাধারণ নাগরিকদের অবস্থা দুর্বিষহ।

বাইরে থেকে পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না। শহরে জল সরবরাহও বন্ধ রয়েছে। যার ফলে নাগরিকরা ভয়ঙ্কর দুর্দশায়। ইউক্রেনের হাতছাড়া হতে চলেছে সেভেরোদোনেৎস্ক।

আরো পড়ুন: সর্ষের মধ্যে ভূ’ত! হাওড়ায় ছি’ন’তা’ই কা’ণ্ডে পুলিশকর্মীর পাশাপাশি ধৃ’ত এক সিভিক ভলান্টিয়ার

এই গুরুত্বপূর্ণ শহর থেকে ইতিমধ্যেই পিছু হঠতে শুরু করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এই খবর জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সূত্রের খবর, ইউক্রেন সেনা প্রত্যাহার করে এই শহর এক প্রকার রাশিয়ার হাতে তুলে দিয়েছে। যদিও রাশিয়া আগেই দাবি করেছিল, এই শহর তাদের দখলে এসেছে।