সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একসময় প্র’চ’ন্ড অ’র্থ’ক’ষ্টে কেটেছে, শ্রমিক থেকে গ্রেট খালি হওয়ার দৌ’ড়ে পেয়েছেন ব’হু বা’ধা

জীবনে সফল হতে গেলে প্রথমেই যা প্রয়োজন তা হল কঠোর পরিশ্রম এবং মনের একাগ্রতা। এই মানসিকতাই মানুষের জীবনে বড়সড় পরিবর্তন ঘটায়। সেরকমই এক ব্যক্তিত্ব দিলীপ সিং রানা। তাঁকে আজ গোটা বিশ্বের কে না চেনে। তিনি আজ সকলের কাছে পরিচিত WWE খ্যাত ভারতীয় প্রতিযোগী The Great Khali হিসেবে। লম্বা-চওড়া চেহারার এই মানুষটির সফলতার কাহিনী জানতে চান! তাঁর কঠোর পরিশ্রমের জীবনকাহিনী লিপিবদ্ধ আছে The Man Who Became Khali -তে।

আর সেখান থেকেই জানা যায় যে একটা সময় তাঁর এতটাই অর্থের অভাব ছিল যে তিনি ঠিকমতো পড়াশোনাও চালিয়ে যেতে পারেননি। কারণ চরম অর্থকষ্টের মধ্যে স্কুলের ফি দেওয়ার মত সামর্থ্যও তাঁর পরিবারের ছিল না। আর সেই কারণেই তাঁর শিক্ষকরা তাকে প্রতি মুহুর্তে অপমান করতেন। দিনে দিনে পরিবারের আর্থিক সচ্ছলতা এমন পর্যায়ে পৌঁছে যায় যে শেষমেষ তিনি স্কুল ছেড়ে দিতে বাধ্য হন এবং খুব কম বয়সে কাজের সন্ধান শুরু করেন।

একটা সময় সংসার চালাতে মাত্র ৫ টাকার বিনিময়ে দিনরাত শ্রমিকের কাজ করতেন। তবে এত অভাবের মধ্যেও নিয়মিত শরীর চর্চা করতেন। ধীরে ধীরে তার ভাগ্যের চাকা ঘুরতে থাকে। ১৯৯৭ সালে তিনি প্রথম বার মিস্টার ইন্ডিয়া খেতাব জয় করেন। পরের বছরেও একই খেতাবের মুকুট তাঁর মাথায় ওঠে।

আরো পড়ুন: বাজারে ছে’য়ে গিয়েছে iphone 14! লঞ্চ হওয়ার আগেই ন’ক’ল ফোন

সেই সময় তার প্রতিভায় মুগ্ধ হয়ে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম তাকে ডেকে তার সঙ্গে কথা বলেন। এরপর WWEতে অংশগ্রহণের পর সারা বিশ্বের কাছে পরিচিত হন তিনি। আকাশছোঁয়া জনপ্রিয়তা তাঁর আর্থিক পরিস্থিতিরও উন্নতি ঘটায়।আর এই সুযোগেই তিনি এক সময় পাঞ্জাব রাজ্য পুলিশের পুলিশ আধিকারিক হিসেবেও কাজ করেছেন।

তবে এখন তাঁর দেখা মেলে বিনোদনের দুনিয়ায়। বিভিন্ন রিয়েলিটি শোতে মাঝে মাঝে তার উপস্থিতি লক্ষ্য করা যায়। সেই সঙ্গে বিভিন্ন বিজ্ঞাপনেও কাজ করেন তিনি। বর্তমানে তার মোট সম্পত্তি প্রায় ৯৬ কোটি টাকা। বলিউডের সঙ্গেও তার বেশ যোগাযোগ আছে। তাঁর সুন্দর ব্যবহারে তিনি বলিউড তারকাদের ভীষণ পছন্দের মানুষ হয়ে উঠেছেন।