সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পঁ’চা মাং’সে’র গন্ধ যুক্ত বি’রা’ট ফুল, বাঁ’চে মাত্র ৪৮ ঘন্টা! ১০ বছরে ফো’টে একবারই

ফুল মাত্রই সুন্দর। বিধাতার সবচেয়ে সুন্দর সৃষ্টি ফুল। পৃথিবীতে কত রকমারি ফুল রয়েছে। কোন ফুল গন্ধ আছে আবার কোন ফুল গন্ধবিহীন। কিন্তু জানেন কি এই পৃথিবীতেই রয়েছে এমন এক ফুল যার গন্ধ পচা মাংসের মত আর সেই গন্ধ শুকতেই লক্ষ লক্ষ টাকা টিকিট কেটে বেড়াতে আসেন দূর দূরান্তের লোকেরা।

আমেরিকার কালিফোর্নিয়ার দিয়াগো বোটানিক্যাল গার্ডেনে এই ফুল ফোটে। খুব অল্প কয়েক ঘন্টার জন্য এই ফুল ফোটে।। তারপর আবার মিলিয়ে যায়। এই ফুলের নাম জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে এর নাম হল কপস প্লান্ট। সব সময় এই ফুল ফোটে না। বছরের একটি নির্দিষ্ট সময়ে এই ফুল দেখতে পাওয়া যায়।

এই ফুল দেখার জন্য এমন হাহাকার পড়ে যায় যে টিকিট কেটেও অনেকে এই ফুল দেখতে পায় না। প্রবল গন্ধযুক্ত এই ফুলের আয়ু এত কম হলেও তা দেখার জন্য মানুষের উৎসাহের শেষ থাকে না। চলতি বছর হ্যালোইনের সময় এই ফুল ফুটেছিল। ফুল দেখার জন্য কোরিয়া জাপান এমনকি ভারত থেকেও বহু মানুষ গিয়েছিলেন।

আরো খবর: এখন কি হ’বে? ছবি দেখেই হয়তো বু’ঝ’তে পেরেছেন! ঘ’ট’না’য় হ’ত’বা’ক সোশ্যাল মিডিয়া

এবারে পাঁচ হাজারের বেশি দর্শক টিকিট কেটে দেখেছিলেন এই ফুল। এই ফুলের থেকে বেরোনো পচা মাংসের গন্ধের দ্বারা আকৃষ্ট হয়, ফ্রেশ ফ্লাই বিটলসের মতন পতঙ্গ।

এই গাছ ১২ ফুট পর্যন্ত লম্বা হয় সারা বিশ্বে মাত্র কয়েকশো গাছ রয়েছে। পড়াগ সংযোগ ঘটানোর জন্য বিভিন্ন পোকামাকড় এসে উপস্থিত হয় এই ফুলের চারদিকে। দুর্গন্ধ হলেও এই ফুল দেখতে কিন্তু বেশ।