সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখন কি হ’বে? ছবি দেখেই হয়তো বু’ঝ’তে পেরেছেন! ঘ’ট’না’য় হ’ত’বা’ক সোশ্যাল মিডিয়া

বন্ধ ঘর শুধুমাত্র একটি আলো জ্বলছে আর সেই ঘরের কোণে ঘাপটি মেরে বসে রয়েছে একটি কুকুর। আর মাথা নিচু অবস্থায় রয়েছে, মনে হচ্ছে কোন কিছু দেখে প্রচন্ড ভয় পেয়ে আতঙ্কিত হয়ে রয়েছে সে। কিন্তু কি হয়েছে তার কেনই বা এমন আতঙ্কিত সে! আসলে তার সামনেই রয়েছে একটি চিতা বাঘ।

চিতাবাঘটি এক দৃষ্টে তাকিয়ে রয়েছে কুকুরের দিকে। ঠিক যেন সিনেমার দৃশ্য শিকারী চিতাবাঘ প্রাণ্পনে তাকিয়ে রয়েছে তার শিকারের দিকে। এই ঘটনাটি কোন সিনেমার নয় বরং ঘটেছে কর্নাটকের একটি গ্রামে। একটি বাড়িতে বাথরুমের ভিতরে ঢুকে যায় একটি চিতাবাঘ। তার সামনেই বসেছিল বাড়ির কুকুর আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু চিতা বাঘ যে তার মতন দুর্বল প্রাণী নয় সেটা আঁচ করতে পেরেছিল কুকুর। তাই আগে থেকে বুঝেই সেখান থেকে পগার পার হওয়ার চিন্তা ভাবনা করছিল সে। উপায় কি কিভাবেই বা সেখান থেকে বেরোবে সে। মিনিট যায় ঘন্টা যায় চুপচাপ চিতাবাঘ ঠায় বসে থাকে। বেরোনোর জন্য রয়েছে একটিমাত্র জানলা কিন্তু তা পেরোতে গেলে টপকাতে হবে চিতা বাঘকে।

আরো খবর: কেন সোনাক্ষী তাঁর ম’তো দে’খ’তে হয়েছে? এতদিনে কারণ জানালেন শত্রুঘ্ন সিনহার প্রাক্তণ রিনা রায়

শেষমেষ একটা দুটো নয় ছয় ঘন্টা পেরিয়ে গেল। বাড়ির লোক খবর দেয় বনদপ্তরকে। বনদপ্তরের কর্মীরা এসে ঢোকার চেষ্টা করলেই জানলা দিয়ে পালিয়ে যায় চিতা বাঘ। হাফ ছেড়ে বাঁচে কুকুর।

কিন্তু প্রশ্ন হল কুকুরটিকে দেখেও কেন তার উপর আক্রমণ করেনি চিতাবাঘ! এমন হিংস্র বন্য জন্তুর অদ্ভুত আচরণ কেন।বিশেষজ্ঞরা জানাচ্ছেন আসলে চিতাবাঘ ভীষণ মর্জি মাফিক কাজ করে।

তাছাড়া যাকে তাকে চিতা বাঘ শিকার হিসেবে মনে করতে পারে না। তাই অনেক সময় লোকালয়ে ঢুকেও মানুষের কোন ক্ষতি করেনা চিতাবাঘ। ঠিক তেমনই এবার কুকুরটিকেও নিষ্কৃতি দিয়েছে হিংস্র এই বন্য জন্তু।