সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই বছরের বৃষ্টিপাত নি’য়ে কি বলছে জ্যোতিষশাস্ত্র?

কিছুদিন আগে পর্যন্ত গরমের প্রভাবে গোটা রাজ্যে তাপমাত্রা বেড়ে চলছিল ক্রমশই। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে গরমে হাঁসফাঁসানির জেরে স্কুল-কলেজ সমস্ত কিছু আগে থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কিছুদিন আগে গরমের তাপমাত্রা কমিয়ে স্বস্তি দিতে বৃষ্টির দেখা মিলল।

যদিও বৃষ্টি শেষ হতেই আবার হাঁস ফাঁসিয়ে গরম তার রুপ দেখিয়ে দিল। এখন রাজ্যবাসীর প্রশ্ন কবে আবার বৃষ্টির দেখা পাওয়া যাবে। এই ব্যাপারে জ্যোতিষী শচীন মালহোত্রা জানিয়েছেন, বৃষ্টির সংক্রান্ত কিছু তথ্য। তার মতে বৃহস্পতি, শুক্র হল জলযোগ গ্রহ,এগুলির সঙ্গে যুক্ত রয়েছে বর্ষাকালে সময়।

এই গ্রহগুলি সূর্যের সামনে অথবা পিছনে থাকে সেইজন্যে যে সমস্ত অশুভ গ্রহ অর্থাৎ মঙ্গল, শনি, রাহু, কেতু যদি সূর্যকে পরিক্রমণ না করে তবে বৃষ্টির সময়ের আগে অথবা সময় মতই হবে। মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে জুনের প্রথম দিকে, যার ফলে বৃষ্টি প্রথম প্রবেশ করে কেরালায় ,এরপরে শুরু হয় দক্ষিণ ভারতে বৃষ্টি।

আরো পড়ুন: অ্যাকোয়ারিয়ামে কতগুলো মাছ রা’খা আপনার প’ক্ষে শুভ?

আস্তে আস্তে ১৫ই জুনের মধ্যেই সেটি প্রবেশ করে রায়পুর, পাটনা, মুম্বাইতে এবং জুলাইয়ের প্রথম দিকে দিল্লি এবং মাঝের দিকে গোটা ভারতবর্ষে বৃষ্টির সূচনা হয়। আবহাওয়া দফতর সবসময়ই গড় হিসেব করেই বৃষ্টির সময়সূচী নির্ধারণ করে থাকে। প্রতিবছর বৃষ্টি আসার সময়সীমা এক হয়না, কারণ বিভিন্ন গ্রহের অবস্থান পরিবর্তনের ফলে বৃষ্টিপাত হওয়ার সময়সীমা পরিবর্তিত হয়।

তবে, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে এই বছর বৃষ্টির পরিমাণ বেশি হবে এবং বর্ষাকালের সময়সীমার আগেই গোটা দেশে প্রবেশ করবে। প্রধানত সূর্যের অবস্থা নিয়ে বর্ষা আসার ইঙ্গিত কে আরো দৃঢ় করছে। বছরের শুরু বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে সূর্যের কোন পরিবর্তন না হওয়ার কারণেই সময়ের আগেই বর্ষার আগমন ঘটতে পারে।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ১৫ ই মে তে সূর্যের সঙ্গে মিলিত হতে চলেছে বৃষ রাশি এবং তার পিছনে রয়েছে মেষ রাশি যেখানে অবস্থান করছে রাহু, এরপরই রয়েছে বৃহস্পতি এবং শুক্র যা অবস্থান করছে মীন রাশিতে।

সুতরাং এই সময় কোন অশুভ গ্রহের জায়গা পরিবর্তন না হওয়ার কারণনেই জুন মাসের আগেই বর্ষার আগমন ঘটতে চলেছে এ গোটা দেশে। ১৭ ই মে জলজ গ্রহ বৃহস্পতি সঙ্গে মঙ্গল মিলিত হবে এবং মীন রাশিতে ৪৫ দিন পর্যন্ত থাকবে। তাই এই সময়ে বর্ষা আসার সময় সীমার আগে গোটা দেশে বর্ষার মুখ দেখা যেতে চলেছে।