সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই দিন সা’ড়ে ৫ ঘন্টারও বেশি সময় ট্রেনের টিকিট কা’টা যা’বে না! জানুন তারিখ

সাধারণত এক্সপ্রেস ট্রেনে কোথাও যাওয়ার হলে সংরক্ষিত টিকিট কাটা হয়। এর ফলে নিশ্চিন্ত মনে ভ্রমণ করা যায় দূরে। কিন্তু এবার দূরের ভ্রমণকারীদের জন্য দুঃসংবাদ পৌনে 6 ঘন্টা ধরে সংরক্ষিত ট্রেনের টিকিট কাটা যাবে না। আগামী 7 জানুয়ারি শনিবার রাত থেকে তারপরে দিন 8 জানুয়ারি রবিবার পর্যন্ত এই নিয়ম চালু থাকবে।

এই নিষেধাজ্ঞা অনুযায়ী রাত পৌনে বারোটা থেকে রবিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত এই 5 ঘন্টা 45 মিনিট কোন সংরক্ষিত ট্রেনের টিকিট কাটা যাবে না। মঙ্গলবার এই বিজ্ঞপ্তি জানিয়েছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিকরা। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে কলকাতার প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বা পি আর এস তথ্য কেন্দ্রে কাজ চলবে ওই নির্দিষ্ট সময় জুড়ে।

পূর্ব রেলের প্রবেশদ্বার কলকাতা, তাই ওই নির্দিষ্ট সময়ে পূর্ব রেল দক্ষিণ পূর্ব রেল পূর্ব উপকূল রেল দক্ষিণ পূর্ব মধ্য রেল উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং পূর্বমধ্য রেলে যারা অনলাইনে টিকিট কাটবেন তাদের উপর নিষেধাজ্ঞা। কোনরকম সংরক্ষিত টিকিট তারা কাটতে পারবেন না।

আরো খবর: মেসোপটেমিয়া সভ্যতার ধা’র’ক ও বাহক, কেন শু’কি’য়ে যা’চ্ছে প্রাচীন ইউফ্রেটিস নদী?

এমনকি ওই নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে কারেন্ট বুকিং সেন্টার। টিকিট কাটা তো বন্ধ থাকবেই সেইসঙ্গে ওই পাঁচ ঘন্টা 45 মিনিট ট্রেনের অনুসন্ধান কেন্দ্র চালু থাকবে না বলে জানানো হয়েছে রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে। এক্ষেত্রে যাদের জরুরী টিকিট কাটার প্রয়োজন তাদের মাথায় হাত পড়েছে। বিকল্প পথের দিকেই হাঁটতে হবে সেই যাত্রীদের।