সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১০,০০০ টা’কা’র নীচে দু’র্দা’ন্ত স্মার্টফোন খুঁজছেন? এবার তবে খোঁজাখুঁজি ব’ন্ধ করুন

বর্তমান স্মার্টফোনের বাজারে যদি 10 হাজার টাকার নিচে ভালো স্মার্টফোন পেতে চান তাহলে এই প্রতিবেদনের এই তালিকাটি আপনার জন্য যথার্থ।

Realme Narzo 30A Unboxing and First Impressions

রিয়েলমি নারজো 30 এ : এই স্মার্টফোনের দাম মাত্র 8 হাজার 999 টাকা। এতে রয়েছে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ। এই স্মার্টফোনের 6 হাজার এমএএইচ ব্যাটারি 18w ফাস্ট চার্জিং এর মাধ্যমে দ্রুত চার্জ করা যায়।

Micromax IN Note 1 Unboxing and First Impressions

মাইক্রোম্যাক্স ইন নোট ওয়ান : এই স্মার্টফোনের দাম 9 হাজার 999 টাকা। মেড ইন ইন্ডিয়া ফোন কিনতে চাইলে এই ফোনটি কিনতে পারেন। এর মধ্যে রয়েছে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট কিংবা ফ্লিপকার্ট থেকে এই মোবাইল কেনা যাবে।

Samsung Galaxy F02s to go on first sale in India today at 12 pm on  Flipkart- Technology News, Firstpost

স্যামসাং গ্যালাক্সি এফ 02 এস : এই স্মার্টফোনের দাম নয় হাজার 499 টাকা। 4 জিবি র‍্যাম রয়েছে এর মধ্যে। 6000 এমএএইচ ব্যাটারি, 13mp প্রাইমারি সেনসর ক্যামেরা সেলফি তোলার জন্য 5mp ক্যামেরা এর গুরুত্বপূর্ণ ফিচারস। ফ্লিপকার্ট, ক্রোমা, অ্যামাজন এবং কোম্পানির বিভিন্ন অফিশিয়াল স্টোর থেকে এই মোবাইল পাওয়া যাবে।

Motorola Moto G10 Power Price in India, Full Specs, Features, Colours, User  Ratings - Gizbot

মোটোরোলা মোটো জি টেন পাওয়ার : এই মোবাইল ফোনের দাম 9999 টাকা। স্টল অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা পাওয়ার সুযোগ থাকছে এই স্মার্টফোনে।

Nokia C20 Plus specs: 6.5" Display, Dual Cameras, 4950mAh battery!

নোকিয়া সি 20 প্লাস : এই স্মার্টফোনের দাম 9 হাজার 999 টাকা। 4950 এমএএইচ ব্যাটারি, 3 জিবি র‍্যাম, 8mp প্রাইমারি সেনসর ক্যামেরা এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

Redmi 9 Prime Price in India, Full Specs, Features, Colours, User Ratings -  Gizbot

রেডমি নাইন প্রাইম : 9999 টাকায় কেনা যাবে এই ফোন। 4 জিবি র‍্যাম, 128 জিবি স্টোরেজ রয়েছে এই মোবাইলে।

Motorola Moto E40 launch in India with 90Hz screen, 5,000mAh battery. See  price, availability

মোটো ই 40 : ফ্লিপকার্ট থেকে 9 হাজার 499 টাকার বিনিময়ে এই স্মার্টফোন কিনতে পারেন। 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ রয়েছে মোবাইলে।

Infinix Hot 10S Review: Offers Flagship Features at a Budget Price |  GearDiary

ইনফিনিক্স হট টেন এস : 9999 টাকার বিনিময়ে এই মোবাইল কিনতে পারবেন। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট কিংবা ফ্লিপকার্ট থেকে মোবাইল কেনা যেতে পারে।