সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাসের প্রথম দিনেই ব’ড়ো ধা’ক্কা খেলেন এই ব্যাংকের গ্রাহকরা, বা’ড়’লো সূদের হা’র

দেশের বৃহত্তম প্রাইভেট ব্যাঙ্ক HDFC এবার লোনের উপর সুদের হার বৃদ্ধি করল। গত সপ্তাহেই লোনের উপর এই সুদ বৃদ্ধির কথা জানিয়েছিল , তবে তা বৃদ্ধি পেতে চলেছে সোমবার থেকেই।

এই লোন বৃদ্ধির ফলে যারা হোম লোন নিয়ে বাড়ি কেনার কথা ভাবছেন, তাঁদের এবার বেশি সুদ গুনতে হবে। HDFC হোম লোনে 0.25 শতাংশ সুদ বৃদ্ধি করল ।

নতুন লোন গ্রহীতাদের পাশাপাশি, পুরনো গ্রাহকদের লোনেও EMI-এর পরিমাণ বাড়তে চলেছে। HDFC- এর তরফে এ প্রসঙ্গে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বেঞ্চমার্ক লেন্ডিং রেট 25 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে।

আরো পড়ুন: ওড়িশায় ক্যামেরায় ধ’রা পড়লো দু’র্ল’ভ কা’লো বাঘ, দেশজু’ড়ে ভাইরাল ভিডিও

এর ফলে গ্রাহকদের লোনে সুদের পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে। এর আগে, 9 জুন HDFC ব্যাঙ্ক 50 বেসিস পয়েন্ট RPLR বৃদ্ধি করেছিল। যে ব্যাঙ্কগুলি সম্প্রতি পরপর নিজেদের লোনে সুদের হার বাড়িয়ে চলেছে, সেই তালিকায় নাম রয়েছে HDFC-রও।

গত দু’মাসের মধ্যে মোট 5 বার লেন্ডিং রেট বৃদ্ধি করে সুদকে দামি করে তুলেছে HDFC ব্যাঙ্ক। চলতি বছরে মে মাসের পর থেকে 115 বেসিস পয়েন্ট রেট বৃদ্ধি করেছে দেশের বৃহত্তম প্রাইভেট ব্যাঙ্ক। অর্থাৎ শেষ চার মাসে 1.15 শতাংশ দামি হয়েছে হোম লোন।