সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: এই দেশের মানুষ না’কি ১০০ টি ভাষায় ক’থা বলেন!

“নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান” পূর্ব আফ্রিকার সার্বভৌম একটি দেশের নাম তানজানিয়া। এই দেশে এখনো পর্যন্ত প্রচলিত ১০০টি বেশি ভাষা। ১৯৬৪ সালে তাঙ্গানিকা ও জাঞ্জিবার দেশ দুইটিকে মিলিত করে তানজানিয়া প্রতিষ্ঠা করা হয়। তাঙ্গানিকার “তান” এবং জাঞ্জিবারের “জান” শব্দ থেকে দেশটির নাম “তানজানিয়া” হয়েছে।

এই দেশটির মোট আয়তন নয় লাখ ৪৫ হাজার ১০০ বর্গকিলোমিটার। তানজানিয়ার দেশটির উত্তরে রয়েছে কেনিয়া ও উগান্ডা, পূর্বে অবস্থিত ভারত মহাসাগর, দক্ষিণে রয়েছে মোজাম্বিক, মালাউই ও জাম্বিয়া এবং পশ্চিমে আছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বুরুন্ডি ও রুয়ান্ডা। এই দেশটির মোট আয়তন ৯ লাখ ৪৫ হাজার ১০০ বর্গকিলোমিটার।

এখানকার বৃহত্তম শহর ও প্রশাসনিক রাজধানীর নাম হল দারুস সালাম। পূর্ব আফ্রিকার বনাঞ্চলের একটি বড় অংশই রয়েছে এখানে । আফ্রিকার সবথেকে উচু পর্বতটাও তানাজানিয়াতেই আছে। এছাড়াও এখানকার ন্যাশনাল পার্টি সেরেনগেটি ন্যাশনাল পার্ক যা হাতি, সিংহ, চিতা, বুন মহিষ ও রাইনোর জন্য বিশ্বখ্যাতি পেয়েছে।

আরো পড়ুন: হরলিক্স চেটেই মহানায়ক সোহম, ব্রাত্য জিৎ-কোয়েল, ক্ষু’দ্ধ সিনেমাপ্রেমীরা

এখানে ১০০ টি ভিন্ন ভাষা ধর্মের মানুষ বসবাস করে। অর্থনৈতিক দিক থেকে এই দেশের অবস্থা খুব একটা উন্নত কিছু নয়। কৃষি, পর্যটন, টেলিকমিউনিকেশন থেকে এখানকার মানুষেরা আয় করে থাকে।

এখানে সমকামী বিয়ের চল আছে। স্বামীর অবর্তমানে নারীরা তার থেকে ছোট বয়সী নারীদের বিবাহ করতে পারে। এই দেশে এই ধরনের বিয়ে কে বলা হয় হাউস অব উইম্যান। এই বিয়েতে একজন নারী অন্য নারীর সঙ্গে যৌনতার সম্পর্কে লিপ্ত হয়না।

তবে এখন সমকাম ভাবনার প্রতিফলন তানজিয়ার গ্রামে নেই বরং এটিকে আদি রীতি বলে মেনে নেওয়া হয়। মুসলিম পর্যটকদের জন্য তানজিয়ার এই দেশে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে। এখানে প্রচুর মসজিদ এবং কোরআন চর্চার স্থান রয়েছে।