সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অন্ধ্র উপকূলে তু’মু’ল বৃষ্টি, গ’ভী’র নিম্নচাপ!

গভীর নিম্নচাপে জলমগ্ন তিরুপতি ও তিরুমালা। চিত্তর, প্রকাশম, অনন্তপুরে ভারী বৃষ্টি হচ্ছে। এর সঙ্গেই ৪৫-৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি। টানা বৃষ্টি দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল জুড়ে শুরু হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরের নিম্নচাপ শুক্রবার বিকাল ৪টে নাগাদ পুদুচেরি ও চেন্নাইয়ের উপকূল এলাকায় অবস্থান করেছিল।

অন্ধ্রপ্রদেশের দুর্যোগ ব্যবস্থাপন দফতরের কমিশনার কে কান্নাবাবু একটি বিবৃতিতে জানিয়েছেন, চিত্তর, প্রকাশম, অনন্তপুরে ভারী বৃষ্টি হচ্ছে। এর সঙ্গেই ৪৫-৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইছে। তিনি জানিয়েছেন, আপৎকালীন পরিস্থিতির জন্য জাতীয় ও রাজ্যস্তরের উদ্ধারকারী দল দুর্যোগকবলিত এলাকাগুলিতে গিয়েছে। এই সময় মৎস্য়জীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নীচু এলাকায় বসবাসকারীদর সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি অন্ধ্রের অন্যান্য উপকূলবর্তী এলাকাতেও হালকা থেক মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।

তবে, বৃহস্পতিবার তিরুমালা, তিরুপতিতে ভারী বৃষ্টির জেরে ব্যাপকভাবে প্লাবিত হয়েছিল। তবে সেই জল এদিন কিছুটা নামতে শুরু করেছে। তবে এখনও সেখানে হালকা বৃষ্টি হচ্ছে। কিছু এলাকায় জলমগ্ন রয়েছে। এদিকে দুর্যোগ কবলিত এলাকায় গত ১২ ঘণ্টায় গাড়ি চলাচলও কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল।