সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: মারুতি সুজুকির নতুন ম’ডে’ল লঞ্চ, মাইলেজ লি’টা’রে ২৬ কিমি, হা’ম’লে পড়ছেন ক্রে’তা’রা

অবশেষে ভারতের গাড়ি বাজারে এলো মারুতি সুজুকি সিলেরিওর নতুন মডেল। এতদিন ধরে চারচাকার সন্ধানে ছিলেন যারা তাদের অনেকেরই নজর ছিল এই মডেলের উপর। গত 10 নভেম্বর এই নতুন মডেলের গাড়ি লঞ্চ করা হয়েছে বাজারে। 1 লিটার তেলে প্রায় 26 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই নতুন মডেলের গাড়ি।

বর্তমান পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া দামের কথা মাথায় রেখেই এই নতুন মডেলের গাড়ি তৈরি করা হয়েছে। পরবর্তীকালে এই গাড়ির সিএনজি ভেরিয়েন্ট বাজারে আসবে বলেও জানিয়েছে সংস্থা। 2014 সালে বাজারে এই গাড়ির প্রথম মডেল আসে। দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি হয়ে উঠেছে সিলেরিও। কাজেই নতুন মডেল নিয়েও সংস্থার উৎসাহের অন্ত নেই।

Finally Maruti Suzuki Celerio New Model Launch

এখনো পর্যন্ত 5.9 লাখ সিলেরিও ইউনিট বিক্রি হয়েছে মারুতির। বছরের পর বছর ধরে ছোট ছোট বেশ কিছু বিষয় পরিবর্তন এনেছে এই সংস্থা। তবে সিলেরিও 2021 এর মডেল কার্যত আগের তুলনায় একেবারেই আলাদা। মারুতি সুজুকি ইন্ডিয়ার এমডি এবং সিইও কে নিচে আয়ুকাওয়া জানিয়েছেন করোনার কারণে বর্তমানে অটো ইন্ডাস্ট্রি ব্যাহত হয়েছে। এর মধ্যে নতুন মডেলের গাড়ি আনা ছিল একটা বড় চ্যালেঞ্জ।

সংস্থার সিইও নতুন গাড়িটিকে নিয়ে বেশ আশাবাদী। তার দাবি ভারতীয় গাড়ির বাজারের 46% হ্যাচব্যাক। যার ফলে বাজারে সেলেরিও বেশ ভালই প্রভাব ফেলতে চলেছে বলেই তিনি মনে করছেন। অল্প বয়সী ক্রেতাদের কথা মাথায় রেখে এই গাড়িটিকে বানানো হয়েছে। গাড়িতে নতুন মিনিমালিস্ট গ্রিল রাখা হয়েছে। এছাড়াও একাধিক ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। গাড়িটির দাম ধার্য করা হয়েছে চার লক্ষ 99 হাজার টাকা থেকে। এর টপ ভ্যারিয়েন্টের দাম রয়েছে 6 লক্ষ 94 হাজার টাকা।