সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ধা’মা’কা’দা’র সেভিংস স্কী’ম পোস্ট অফিসের, মাত্র ১০ হাজার টা’কা বিনিয়োগে রি’টা’র্ন ১৬ লক্ষ টা’কা

বর্তমান পরিস্থিতিতে ইনভেস্ট করতে গেলে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয়। তাই কোনরকম রিক্স না নিতে চাইলে এবং গ্যারান্টি সহকারে রিটার্ন পেতে চাইলে পোস্ট অফিস স্কিমটি আপনার জন্য সব থেকে লাভজনক প্রমাণিত হতে পারে। পোস্ট অফিসের একাধিক স্মল সেভিং স্কিম রয়েছে যেখানে টাকা ইনভেস্ট করলে মোটা টাকা ফেরত পেতে পারবেন আপনি। এ রকমই একটি স্কিম হল পোস্ট অফিস রেকারিং ডিপোজিট।

সামান্য টাকা ইনভেস্ট করলে এই স্কিম চালু করতে পারবেন আপনি। মাসে ন্যূনতম ১০০ টাকা দিয়েই স্কিম চালু করতে পারবেন আপনি। এছাড়া যত বেশি ইনভেস্ট করবেন আপনার লাভ। ভালো সুদ পাবার পাশাপাশি আপনি পাবেন গ্যারান্টির রিটার্ন। এই রেকারিং ডিপোজিট পাঁচ বছরের জন্য করা হয়। এর থেকে কম সময়ের জন্য আপনি কোন আর ডি একাউন্ট খুলতে পারবেন না। প্রত্যেক তিন মাস অন্তর জমা টাকার উপরে সুদ ক্যালকুলেশন করা হবে। প্রত্যেক তিন মাস অন্তর একাউন্টের কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে যোগ করে দেওয়া হয়। ইন্ডিয়া পোস্ট অফিসের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমান সময়ে এসকিমি আপনাকে সব দেওয়া হবে ৫.৮%।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রত্যেক ত্রৈমাসিকে সেভিংসের সুদের হার ঘোষণা করা হবে। পোস্ট অফিস আরডি স্কিমে ১০ বছরের জন্য প্রত্যেক মাসে ইনভেস্ট করলে ম্যাচুরিটিতে পেয়ে যাবেন ১৬,২৪,৪৭৬ টাকা। কিন্তু আপনি যদি সময়ের মধ্যে একাউন্টে টাকা না জমা করতে পারেন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। কিস্তির টাকা জমা না দিতে পারলে প্রত্যেক মাসে ১ শতাংশ জরিমানা দিতে হতে পারে আপনাকে। এইভাবে যদি চার বার কিস্তির টাকা দিতে আপনি অক্ষম হন তাহলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। তবে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেলেও আগামী দুই মাসের মধ্যে আপনি আবার জরিমানা দিয়ে একটিভ করতে পারবেন আপনার অ্যাকাউন্ট টি।