সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখানে মহল্লার ছেলেরা না’চে শাড়ি পরে, মেয়েরা ধ’রে থাকেন কুঁচি

বর্তমানে সারা দেশজুড়ে চলছে উৎসব। ভারতবর্ষে নানা জাতি, নানা ভাষা নানা ধর্মের মানুষের বাস। সম্প্রদায় বিশেষে ভিন্ন ভিন্ন মানুষের উৎসব বিভিন্ন। বিভিন্ন রীতিনীতি অনুসারে নিজের ধর্মের অনুষ্ঠান পালন করে থাকেন এই ভারতের মানুষেরা। গুজরাটি সম্প্রদায়ের মানুষের মধ্যে এমনই এক বিশেষ উৎসব হলো গর্বা উৎসব।

এই উৎসবের বিশেষত্ব হলো এই যে উৎসব পালনের সময় গুজরাটি সম্প্রদায়ের পুরুষেরা মহিলাদের পোশাক পরে থাকেন। মহিলাদের মত শাড়ি পরে বেশভূষা করে তারা গর্বা উৎসবে অংশগ্রহণ করেন। পুরুষদের শাড়ির আঁচল এবং কুচি ধরে দিয়ে সাহায্য করেন বাড়ির মেয়েরা।

রীতি অনুসারে নবরাত্রির অষ্টম সন্ধ্যায় বাড়ির পুরুষরা মহিলাদের মত শাড়ি পরে রাস্তায় বের হন। এরপর রাস্তায় বেরিয়ে শুরু হয় তাদের নাচ। প্রতিবছর এই রীতি পালন করেন গুজরাটের রাজধানী আমেদাবাদের মানুষেরা। ২০০ বছরের পুরনো রীতি এখানে পালন করে আসছেন পুরুষেরা।