সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রতিবন্ধী মহিলার পা ছুঁ’য়ে প্রণাম মোদির, ছ’বি ভাইরাল হতেই প্রশংসা নেট ম’হ’লে

নিজের কনস্টিটিউশন বারাণসী সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানে গিয়েই কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান করিডোর উদ্বোধন করলেন স্বয়ং নিজে। এটাই তার সফরের মূল উদ্দেশ্য ছিল তবে, বিভিন্ন মন্দির পরিদর্শন থেকে শুরু করে পূজা দেওয়া সব কিছুতেই তিনি অংশগ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রীর আগমনে একেবারে উৎসবের সাজে সেজে উঠেছিল বিভিন্ন মন্দির থেকে শুরু করে ঘাট চত্বর। তবে এইসবের থেকে একেবারে আলাদা কিছু নিয়ে সবার মনে আবার জায়গা করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই কাজে খুশি গোটা নেট দুনিয়া।

আসলে মন্দির চত্বরে প্রধানমন্ত্রীর উপস্থিতি দেখে ও এতটা কাছ থেকে দেখতে পেয়ে এক প্রতিবন্ধী মহিলা আবেগপ্রবণ হয়ে পড়েন, ও প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করার জন্য এগিয়ে যান। কিন্তু প্রধানমন্ত্রী সেই মহিলাকে দেখে নিজেই তার কাছে এগিয়ে যান, ও নিজে মহিলার পায়ের স্পর্শ করে প্রণাম করেন ও তাকে সন্মান জানান। এই ঘটনার পরে মহিলা শক্তি একেবারে অবাক হয়ে যান এবং দারুণ আবেগপ্রবণ হয়ে ওঠেন। দু হাত জোর করে প্রধানমন্ত্রীকেও তিনি সম্মান জানান।

সেই স্থানে উপস্থিত থেকে সাক্ষী থাকেন যোগী আদিত্যনাথও। বারাণসী সফরে প্রধানমন্ত্রীর অনেক ছবি নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, তবে এই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই সমাদর পেয়েছে সবার। ঝড়ের গতিতে ভাইরালও হয়েছে এই ছবি ।একজন প্রধানমন্ত্রী হয়ে সাধারণ নাগরিকের পা ছুঁয়ে প্রণাম করাটাকে সকলেই ভালো চোখে দেখছে। মোটকথা নারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই সম্মান দেখে খুশী সকলেই। মহিলা মোর্চার জাতীয় সভাপতি বনথী শ্রীনিবাসন তার নিজস্ব টুইটার হ্যান্ডেল থেকে এই ছবি পোস্ট করেছেন ও ক্যাপশনে লিখেছেন সত্যিই আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য গর্বিত।