সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“মোকা”-র জে’রে তছনছ সেন্ট মার্টিন দ্বীপ, ক্ষ’তি’গ্র’স্ত কয়েক হাজার বাড়ি

ঘূর্ণিঝড় মোকা তছনছ করে দিল সেন্ট মার্টিন। আগে থেকেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল ঘূর্ণিঝড় এসে কাবু করে দেবে গোটা মায়ানমার এবং বাংলাদেশকে। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে গাছে চাপা পড়ে একজন গুরুতর আহত হয়েছেন । সেই সঙ্গে অনেক গাছ চাপা পড়ে গিয়েছে।

পড়েছে অসংখ্য বাড়ির চাল। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫ হাজারের বেশি বাড়ি। আগামী কয়েক দিন ধরে গোটা এলাকায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশের উপকূল পেরিয়ে গিয়েছে মোচা। সেখানে প্রবল নিম্নচাপে পরিণত হয়েছে।

যদিও সেন্ট মার্টিন দ্বীপ প্লাবিত হয়নি তার আগেই প্রথম মানুষকে নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে সরিয়ে দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে বাংলাদেশে দক্ষিণ-পূর্ব উপকূলের কাছে এগিয়ে আসতে থাকে এই ঘূর্ণিঝড়।

বৃষ্টি নামতে শুরু করে। প্রচন্ড ঝড়ে রাস্তা দিয়ে হাঁটা পর্যন্ত যাচ্ছিল না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা রাস্তায় প্রচুর গাছপালা ভেঙে পড়ে আছে। বিকেল চারটা থেকে পরিস্থিতি ভয়ঙ্কর হতে শুরু করে এক ঘণ্টা প্রচন্ড ঝড় বৃষ্টি হয়। প্রায় ৪০০ খানা গাছ ভেঙে পড়েছে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জানিয়েছেন বারোশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া একটু ভালো হলে উদ্ধার কাজে নামা হবে। এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।