সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: পাকস্থলী থেকে ফুসফুস-লিভার সবই উল্টো’দি’কে! এই ব্যক্তি বেঁ’চে আছেন কিভাবে?

ছবি ও তথ্য: সংবাদ প্রতিদিন

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ গুলি উল্টোদিকে। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বলতে বোঝানো হয়েছে ফুসফুস, লিভার, পাকস্থলী-র কথা। খোদ কলকাতা শহরের এক মানুষের শরীরে এই রকমটা ঘটেছে। তার নাম অপূর্ব কুমার গোস্বামী।

তিনি দক্ষিণ কলকাতার কসবার বাসিন্দা। সংগীতশিল্পী কেকে’র মতোই অবস্থা হতে পারত তার।তার হার্ট, ফুসফুস, লিভার, প্লীহা, গলব্লাডার, পাকস্থলী, এপেনডিক্স সব উলটোদিকে।

শরীরের যেটা যেখানে থাকার কথা, সবই রয়েছে বিপরীত জায়গায়। এই লোকটাকে চিকিৎসায় ভাষায় সাইটাস ইনভারসাস বলে। দক্ষিণ কলকাতার কসবার অপূর্ব কুমার গোস্বামীর গলব্লাডার স্টোন হয়েছিল।

আরো পড়ুন: রোবটের দেহে মানুষের মতো টিস্যু! নিজে থেকেই সারাবে ক্ষ’ত, বি’রা’ট আবিষ্কার জাপানী বিজ্ঞানীদের

পেটে ব্যথা নিয়ে গিয়েছিলেন চিকিৎসকের কাছে। কিন্তু সামান্য সে অসুখ চিকিৎসক প্রথমটায় ধরতেই পারেননি।ওই চিকিৎসক গলব্লাডার স্টোনের ব্যথাকে তাই পেশীর ব্যথা ভেবেছিলেন।

ব্যথা নাশক ক্রিমও দিয়েছিলেন। তা লাগিয়েও অবশ্য লাভ হয়নি। চিকিৎসকদের মতে, বুকে একটা আই কার্ড লাগিয়ে ঘুরতে হবে তাকে। যেখানে সব অঙ্গ উলটোদিকে লেখা থাকবে।