সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্ল্যাটফর্মে ঢুকতে ঢুকতেই ট্রেন মিস, ট্রেনে ওঠার জন্য বো’মা’ত’ঙ্কে’র ভু’য়ো ফোন যুবকের!

অনেক সময় নানান কারণে দূরপাল্লার ট্রেন মিস হয়ে থাকার মতন ঘটনা ঘটে। টিকিট কাটা হয়ে গিয়েছে এমন কি জরুরি ট্রেন কাটতে গিয়ে দেখা গেল ট্রেন ছেড়ে দিয়েছে। পাঞ্জাবের যুবকের ক্ষেত্রেও এই ঘটনায় ঘটেছিল, কিন্তু তারপর তার খেসারত হিসেবে তিনি যা করলেন তা শুনে আপনার চক্ষু চড়ক কাজ হবে।

ট্রেন তো দাঁড়ালোই উল্টে গোটা স্টেশনে তৈরি হয়ে গেল এক নতুন আতঙ্ক। জয় সিং নামে পাঞ্জাবের এক বাসিন্দা এরনাকুলামে গিয়েছিলেন। সেখান থেকে দিল্লি ফেরাবার জন্য তিনি টিকিট কাটেন শুক্রবার। শুক্রবার তিনি স্টেশনে গিয়ে জানতে পারেন দিল্লিগামি তিরুবনন্তপুরম নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস তখন ছেড়ে চলে গিয়েছে।

মা কাজ করছিল তা তার। কি করবেন তিনি এবার বুঝে উঠতে না পেরে শেষ পর্যন্ত এক অভিনব আইডিয়া ফেদে ফেলেন। পরবর্তী স্টেশন ত্রিসুরে ফোন করেন তিনি জানিয়ে দেন দিল্লীগামি ওই ট্রেনে বোমা রাখা রয়েছে। ব্যাস তারপর থেকেই শোরগোল শুরু হয়ে যায়। ট্রেনে বোমা আতঙ্ক সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় ট্রেন।

আরো খবর: হায় রে! ৫১২ কেজি পেঁয়াজ নিয়ে ৭০ কিমি পথ পে’রি’য়ে বি’ক্রি করতে গেলেন কৃষক, আ’য় করলেন ২ টাকা

তিন ঘন্টা ধরে তল্লাশি চালানো হয়। এই সময় এনাকুলাম থেকে ত্রিশূরে পৌঁছে যান জয়। একটি অটোতে করে তিনি পৌঁছে গিয়েছিলেন পার্শ্ববর্তী স্টেশনে। তল্লাশীর সময় তার নির্দিষ্ট কামরায় উঠে পরেন তিনি। তিন ঘন্টা ধরে ওই এলাকায় তল্লাশি চালান বোম স্কোয়াদ এবং পুলিশ।

এদিকে ট্রেনে উঠতে দেখে জয়সিংকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তার প্রতি সন্দেহ আরো ঘনীভূত হয়। শেষ পর্যন্ত টিকিট থেকে জানা যায় আগের স্টেশন থেকে ট্রেন ধরার কথা ছিল তার। কিন্তু ট্রেন ধরতে না পারায় এমন আইডিয়া মাথায় আসে। এরপর করা সাজা দেওয়া হয়, জয় সিংকে