সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনলাইনেই লক্ষ্মীর ভান্ডারের আবেদন, কি কি পদ্ধতি মা’ন’তে হ’বে?

লক্ষীভান্ডার বাংলার খুবই জনপ্রিয় একটি প্রকল্প। এই প্রকল্পের লাভ গ্রহণ করে বাংলার মহিলারা। মেয়েদের জন্যই এই প্রকল্পের কথা ভাবা হয়েছে। প্রতি মাসে প্রতি মহিলাদের ১০০০-৫০০ টাকা করে দেওয়া হয়ে থাকে টাকা।

আনরিজার্ভড ক্যাটাগরীতে যারা রয়েছে তাদের মাসে ৫০০ টাকা করে ও তপশিলী জাতি ও উপজাতিদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে। এই প্রকল্প কিন্তু মহিলাদের দারুণ ভাবে সাহায্য করেছে। কেবলমাত্র বেকার মহিলাদের জন্যই এই প্রকল্প।

কারণ যারা সরকারী কাজের সাথে যুক্ত কিংবা যারা পেনশন পেয়ে থাকে তাদের দেওয়া হয় না এই প্রকল্পের টাকা। তাই এক কথায় বললে বলতে হয়, বাংলার বেকার মহিলাদের কাছে এটি একটি নতুন দিক খুলে দিয়েছে।

আরো খবর: আদালত থেকে জা’মি’ন পেলে প্রথমে কোথায় যা’বে’ন? কি জানালেন প্রাক্তণ মন্ত্রী পার্থ?

কারণ এই টাকা হাতে পাওয়ার পর থেকে তারা কিছুটা হলেও স্বাধীন হয়েছে।তবে এই প্রকল্পের আবেদন যারা এখনও করে নি তাদের জন্য নিচে কিছু নিয়ম দেওয়া হল। প্রথমেই আপনাকে wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।

সেখানে গিয়ে লক্ষীরভান্ডারের একটি ফর্ম ডাউনলোড করতে হবে। সেই ফর্মের প্রিন্ট আউট বের করে সেটাকে পূরণ করতে হবে। যে সমস্ত তথ্য চেয়েছে সেগুলো লিখতে হবে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সেই ফর্মের সাথে নির্দিষ্ট নথি ও ছবি যুক্ত করে ফর্মটি সাবমিট করতে হবে।