সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রকৃতির কাছে আজও আ’ম’রা অসহায়, আকাশে দে’খা মি’ল’লো ৩ টে সূর্যের!

আমরা আকাশে একটা সূর্যই দেখতে পাই কিন্তু ভাবুন তো যদি আকাশে আমরা হাজার হাজার সূর্য দেখি তাহলে ব্যাপারটা ঠিক কেমন হবে? সোশ্যাল মিডিয়ায় এমনই কিছু একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একটা নয় বরং তিন তিনটে সূর্য। যদিও ভাইরাল হওয়া ভিডিওটি বেশ পুরনো তবে ইতিমধ্যেই নতুন করে সেই ভিডিওটি আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আকাশের এরম আশ্চর্যজনক খেলা দেখে হতবাক নেটিজেনরা। খবর সূত্রে জানা গেছে এই ভিডিওটি সুইডেনের যেটি শেয়ার করার পরেই দেশ বিদেশের আনাচে-কানাজের মানুষেরাই ভিডিওটি দেখতে পেরেছেন। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটা সূর্যকে ঘিরে বৃত্ত যার দুই প্রান্তে উজ্জ্বল আলো উঁকি মারছে। মনে হচ্ছে যেন আরও দুটো সূর্য।

ঘটনাটি অত্যন্তই বিরল। এই ছবিটি তোলা হয়েছিল ২০১৭ সালে সুইডেনের এক আলোকচিত্রী তুষার ভূমির মাথার উপরে আকাশের জ্বলজ্বল করা এই সূর্য এবং তার চারপাশের তৈরি হল আলো ছটার ছবি তুলেছিলেন, যেটি নতুন করে আবার সোশ্যাল মিডিয়ায় ফিরে এসেছে।

প্রেমিকের সঙ্গে খুনসুটির ছবি পো’স্ট করে ট্রো’লে’র শি’কা’র মা সিরিয়ালের ঝিলিক

কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন সান ডগ এর কথা। সূর্যের আলো বরফের উপরে পড়লে প্রতিসৃত হলে এই ধরনের দেখা যায় সাধারণত ঠান্ডা আবহাওয়া তুষারভূমিতে এই ধরনের দৃশ্য দেখা যায়। সূর্য অথবা চাঁদকে ঘিরে ২২ ডিগ্রী অবস্থানে এই ধরনের ছবি দেখা যায় একে বলা হয় ২২ ডিগ্রি হ্যালো।

নেটিজেনদের মতে যতই প্রযুক্তি উন্নতি হোক না কেন প্রকৃতির কাছে সবকিছুই ফিকে এবং তারই এক চরম নিদর্শন হলো এই আকাশজোড়া সূর্য এবং আলোর আশ্চর্য কীর্তি।