সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: আকাশ থে’কে গোল আকৃতির এটি কি এ’সে পরলো মাটিতে? চা’ঞ্চ’ল্য এলাকা জু’ড়ে

গুজরাটের উমরেখ তহসিল এলাকায় আকাশ থেকে পরল এক গদার মতো গোল আকৃতির জিনিস। অজানা এই জিনিস দেখার পরেই রহস্য দানা বাধতে শুরু করেছে এলাকায়। কি এমন জিনিস এটি, যা আকাশ থেকে এমন ভাবে পরবে?

স্বাভাবিকভাবেই সেই জিনিস দেখতে মানুষের ভিড় জমে যায় সেখানে। তাঁর মধ্যে মনের মধ্যে দানা বাধতে থাকে আতঙ্ক। এই খবরটি পুলিশকে জানায়, প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়।

মানুষ যাতে সেই জিনিসে হাত না দিতে পারে সেই কারণে সেখান থেকে পুলিশ সড়িয়ে দেয় তাঁদের। এবার শুধু পুলিশ না তদন্তের জন্য ডেকে পাঠানো হয় এফ এস এল টিমকেও। তারা একহন সেই গুরুদায়িত্ব নিয়েছে।

আরো পড়ুন: গম রপ্তানিতে নি’ষে’ধা’জ্ঞা জা’রি ক’র’লো কেন্দ্র, এবার কি ক’ম’বে দাম?

স্থানীয় সূত্রে জানায় যায়, হঠাত করে আকাশ থেকে গদা আকৃতির অজানা জিনিস মাটিতে এসে পরে এমত অবস্থায় বোমা ভেবে বসে মানুষজন, যেটার কারণে মানুষের মনে আরও বেশী আতঙ্কের সৃষ্টি হয়।

তবে পুলিশ সেখান থেকে সাধারণ মানুষকে সড়িয়ে দেয়। এই ব্যাপারটি এখন ক্ষতিয়ে দেখছে এফ এস এল এর দল। জানা যায় ঘটনাটি ঘটেছে বিকেল ৪ টা থেকে ৫ টা।

এমন অনেক ঘটনাই মাঝে মাঝে শোনা যায়। কিছুদিন আগেই মহারাষ্ট্রের আকাশে দেখা গিয়েছিল উল্কার মতো জ্বলন্ত কিছু। সেটা এসে মাটিতে আঁছড়ে পরলে সেটাকে উল্কা ভেবেই ভয় পায় সাধারণ মানুষেরা।

কিন্তু পরে জানা যায় সেটি নাকি রকেটের কোনো এক অংশ। অজানা ধাতব বস্তু দেখে ভয় পাওয়াটা স্বাভাবিক, তাও যদি সেটা জ্বলন্ত অবস্থায় দেখা যায়। তবে এই গদার মতো বস্তুটির রহস্য উদ্ধার এখনও সম্ভব হয় নি।