সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজীব থেকে শিক্ষা, দলবদলু ও বেসুরো নেতা-কর্মীদের নিয়ে ক’ড়া সি’দ্ধা’ন্ত নি’লো বিজেপি

বিজেপি এবার বেসুরো আর দলবদলুদের নিয়ে কড়া হচ্ছে। রাজীব বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই বঙ্গ বিজেপিতে খারাপ হয়ে উঠেছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায়কে এরপরেও জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়। তবে, গুরুত্বপূর্ণ পদ পেয়েও বিজেপিতে থাকেন নি রাজীববাবু। কদিন আগেই তিনি তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন।

বিজেপি এবার রাজীবের কৃতকর্মের থেকেই শিক্ষা নিতে চলেছে। বঙ্গ বিজেপি এখন ঠিক করেছে যে, এমন কোনও ব্যক্তিকে দলের কোনও শীর্ষপদে রাখা হবে না, যিনি দলকে নিয়ে বিরূপ মন্তব্য করে চলেছেন বা অন্য দলে যোগ দেওয়ার প্রবণতা দেখা দিয়েছে তাঁর মধ্যে। বঙ্গ বিজেপি পাশাপাশি দলের নীতি, আদর্শ মেনে চলা ও দলের ইতিহাস নিয়ে অবগত করার জন্য নতুনদের পাঠ দেওয়ার ভাবনা নিয়েছে।

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, ‘দল ছাড়ার সম্ভাবনা বা দলকে নিয়ে একের পর এক বিরূপ মন্তব্য করা নেতাদের দলের কোনও গুরুত্বপূর্ণ পদে রাখা নিয়ে চিন্তাভাবনা করতে হবে। এছাড়াও যারা নতুন বিজেপিতে যোগ দিচ্ছেন, তাঁদের দলের ইতিহাস ও নীতি আদর্শের পাঠ পড়াতে হবে।” তিনি আরও জানান, “যারা ক্ষমতার লোভে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁদের স্বার্থসিদ্ধি না হওয়ায় এখন দল ছেড়ে চলে যাচ্ছেন।”