Home রাজ্য বি’রা’ট জা’লি’য়া’তি, জী’বি’ত লোকের “ডে’থ সার্টিফিকেট” জ’মা করে চাকরি

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’রা’ট জা’লি’য়া’তি, জী’বি’ত লোকের “ডে’থ সার্টিফিকেট” জ’মা করে চাকরি

তথ্য ও ছবি: এই সময়

মেদিনীপুরের অতনু মণ্ডল ‘বাবা’-কে মৃত বলে দাবি করে ‘ডেথ সার্টিফিকেট’ জমা দিয়ে NVF-এর চাকরিতে যোগ দিয়েছেন। তিনি ‘ডাই ইন হারনেস’ গ্রাউন্ডে বাবার মৃত্যুর পর চাকরি পেয়েছেন।

১৪ জুন থেকে নদিয়ায় NVF-এর সদর দপ্তরে তাঁর বিভাগীয় ট্রেনিংও শুরু হয়েছে। গোটা মণ্ডল পরিবার অতনু মণ্ডলের কথা শুনে চমকে উঠেছে।

ডালিম কুমার মণ্ডল দাবি করেছেন, তিনি কখনও মেদিনীপুর শহরে ছিলেন না। অতনু মণ্ডল নামে তাঁর কোনও ছেলে নেই। তাঁর দাবি, একাধিক সময় ছেলের চাকরির জন্য জেলা প্রশাসন, NVF দফতরের কর্তাদের দ্বারস্থ হয়েছেন তিনি।

আরো পড়ুন: এখন কোথায় আ’ছে লোকাল ট্রেন? জানার জ’ন্য নতুন App ল’ঞ্চ করলো ভারতীয় রেল

তাঁকে বারবারই শূন্য হাতে ফেরানো হয়েছে ।অবসরকালীন সুবিধা পাওয়ার জন্যও তিনি বার বার দারস্থ হয়েছেন জেলা প্রশাসনের। কিন্তু, সেই সুবিধা থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেছেন এই প্রবীণ।

তাঁর অভিযোগ, অতনু মণ্ডলের নিয়োগ সম্পূর্ণ ‘ভুয়ো’। গোটা ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছে মণ্ডল পরিবার।