সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ্রেফতার হতে পারেন অভিষেক! সুপ্রিম কোর্টে আ’শ’ঙ্কা প্রকাশ করলেও মিললো না রক্ষাকবচ

গত দুইদিন আগেই নবজোয়ার কর্মসূচি বন্ধ রেখে কলকাতায় চলে আসেন অভিষেক। তার বেশ কয়েকদিন আগে তিনি সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অভিষেক অভিযোগ করেছিলেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে।

যদিও সুপ্রিম কোর্ট থেকে তার সেই মামলা খারিজ হয়ে যায় রক্ষাকবচ পাননি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছেন তিনি। সোমবার এই মামলার শুনানি ছিল। এই দিন অভিষেকের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনুসিংভি।

তিনি বলেন তার মক্কেলের বিরুদ্ধে যেভাবে করা অবস্থান নিয়েছে ইডি সিবিআই। তাতে যে কোন সময় তাকে গ্রেফতার করা হতে পারে, তৃণমূল সাংসদের গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। যদিও সেই আর্জি একেবারে খারিজ করে দেন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সঞ্জয় কারলের বেঞ্চ। আগামী শুক্রবার আবার এই মামলার শুনানি রয়েছে।

এদিন আদালতে অভিষেকের আইনজীবী বলেন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই কোনরকম সময় না দিয়ে আমার মক্কেলকে তলব করে। যেটা আইন বিরুদ্ধে কাজ বলেও দাবি করেন তিনি। তবে যতবার ডাকা হয়েছে ততবার তার মক্কেল সাড়া দিয়েছেন এবং সহযোগিতা করেছেন বলে অভিযোগ করেন।

তিনি আরো বলেন আগেরবার যখন তাকে ডাকা হয়েছিল উনি দার্জিলিঙে ছিলেন তড়িঘড়ি চলে আসতে হয় কাজ ফেলে। এবারেও বাঁকুড়ায় তাকে যখন নোটিশ দেওয়া হয় কাল বিলম্ব না করে ফিরে আসেন অভিষেক।

এবার তাকে ডাকা হতে পারে এবং রীতিমতো ছক কষে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলেও দাবি করেছেন তিনি। ২৫ লাখ টাকা অযথা জরিমানা করা হয়েছে। এমন নানান দাবী তোলেন অভিষেকের আইনজীবী।