সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: ৭ হাজারের নি’চে অত্যাধুনিক ফিচারের স্মার্টফোন আ’ন’ছে Motorola

খুব তাড়াতাড়ি দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পন্ন এবং অত্যন্ত কম দামে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে motorola। যার নাম Moto E13। প্রথমবার এটি ইউরোপে লঞ্চ করা হবে এরপর এটি অন্যান্য দেশেও লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে।। আগামীকাল অর্থাৎ ৮ ই ফেব্রুয়ারি লঞ্চ হবে এই নতুন ফোন।

ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে যেখানেই প্রদান করা হয়েছে এই ফোনের আনুষঙ্গিক বৈশিষ্ট্য গুলি। ফোন সম্পর্কে নতুন নতুন কিছু তথ্য সামনে এসেছে জানা গিয়েছে ফোনটির দাম ৭ হাজারে কম হতে পারে। এর দাম হবে ৬৪৯৯ টাকা থেকে ৬৯৯৯ টাকার মধ্যে।

2gb ডেটা ভেরিয়ান্ট পাওয়া যেতে পারে এই ফোনে যদিও এই ব্যাপারটা এখনো পর্যন্ত গবেষণার পর্যায়ে রয়েছে। 4gb রেম এবং ৬৪ জিবি স্টোরেজ থাকতে পারে এই ফোনে। ইউরোপের এই ভেরিয়েন্টের দাম পড়বে ভারতীয় মুদ্রায় ১০৬৮৪ টাকা। এবার আসি এই ফোনে কি কি স্পেসিফিকেশন রয়েছে সেই সম্পর্কে।

আরো খবর: আজ থেকে ভ্যালেন্টাইন্স সপ্তাহ শু’রু হলো, এই রাশিগুলোর ছেলে-মেয়েরা চু’টি’য়ে প্রেম করবে!

এই ফোনে একটি ৬.৫ ইঞ্চি, আই পি এস এলসিডি ডিসপ্লে থাকবে। এইচডি প্লাস রেজোলিউশন পিছনে থাকবে একটি সিঙ্গেল ক্যামেরা যার ১৩ এম পি সেন্সর থাকবে। ১০ W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ব্যাটারি থাকবে এই ফোনে।

এই ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম এর ডিজাইন খুবই অত্যাধুনিক। সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে এই ফোন। এর গোটা বডিটা দেখতে ধাতুর মতো হলেও ডুয়েল ক্যামেরা সেটা পাওয়া যাবে এই ফোনের মধ্যেই। তাহলে আর দেরি কেন আগামীকালই কিনে ফেলুন এই স্মার্টফোন। এছাড়া ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে নানান রকম সুযোগ-সুবিধা পাবেন।