সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: এক ধাক্কায় ১২২ টাকা সস্তা হলো রান্নার গ্যা’স, তবুও স্ব’স্তি পেলেন না কেউই!

নতুন মাস মধ্যবিত্ত বাঙালির জন্য নিয়ে এলো একটি সুখবর। নতুন মাসের শুরুতেই কমে গেল ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম। গত মাসে একবার দাম পতন হয়েছিল সিলিন্ডারের। ফের এই মাসে আরো একবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে গেল। তবে রান্নার গ্যাসের দাম এখনো কমেনি বলে জানা গেছে।

IOC-র ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, দিল্লীতে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম আগে ছিল ১৫৯৫.৫০ টাকা। আর সেই দাম ১ লা জুন থেকে ১২২ টাকা কমে গিয়ে দাঁড়িয়েছে ১৪৭৩.৫০ টাকা। সরকারী পেট্রোলিয়াম কোম্পানি ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৪৫.৫০ টাকা কমানোর পর ১৬৪১ টাকা থেকে কমে দাঁড়িয়েছিল ১৫৯৫.৫০ টাকা।

দিল্লিতে গত মাসে বাণিজ্য সিলিন্ডারের দাম ছিল ১৫৯৫.৫০ টাকা। জুন মাসে সেই দাম কমে দাঁড়িয়েছে ১৪৭৩.৫০ টাকা।

মুম্বাইতে গত মাসে সিলিন্ডারের দাম ছিল ১৫৪৫ টাকা। জুন মাসে তা কমে দাঁড়িয়েছে ১৪২২.৫০ টাকা।

কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কত মাসে ছিল ১৬৬৭.৫০ টাকা। চলতি মাসে তা কমে দাঁড়িয়েছে ১৫৪৪.৫০ টাকা।

চেন্নাইতে যে গ্যাসের দাম গত মাসে ছিল ১৭২৫.৫০ টাকা, চলতি মাসে তার দাম গিয়ে দাঁড়িয়েছে ১৬০৩ টাকা।