সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার যে কো’ন জায়গা থেকেই ভো’ট’দা’ন করতে পারবেন! Remote Voting-র ব্য’ব’স্থা করছে নির্বাচন কমিশন

ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোট না দেওয়া অপরাধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু অনেকেই নানান চাপে ভোট দিতে পারেনা। কেউ ভোটের সময় বাড়িতে ফিরতে পারে না আবার কোন গুরুত্বপূর্ণ কাজে বাইরে আটকে যাওয়ায় ভোট দান করা হয় না। সেইসব মানুষদের জন্য এবার নির্বাচন কমিশন চালু করলেও বিশেষ পদ্ধতি রিমোট ভোটিং প্রক্রিয়া।

এই পদ্ধতিতে ভোট গ্রহণ করা যাবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে বিশেষ ধরনের ইভিএম বা মাল্টি কনস্টিটিউন্সি ইভিএম প্রস্তুত করা হয়েছে। যার মাধ্যমে যেকোনো জায়গা থেকেই নিজের কেন্দ্রে ভোট দিতে পারবেন ভোট দাতারা।

সমস্ত রাজনৈতিক দলকে ডাকা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেখানে এই মেশিন সম্পর্কে বিস্তারিত বোঝানো হবে তাদের। আগামী ১৬ই জানুয়ারি সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হবেন নির্বাচন কমিশনের দপ্তরে। এই মেশিন থেকে একসাথে ৭২ টি কেন্দ্রে ভোট দেওয়া যাবে।

আরো খবর: নতুন বছরের নতুন উপহার! সবচেয়ে স’স্তা’র দুটি রিচার্জ প্ল্যা’ন নিয়ে এলো Vi

কমিশন জানিয়েছে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ভোট দানের ক্ষেত্রেও এবার উন্নতি আসছে। এই যুগে ভোটদান থেকে কারোরই বিরত থাকা উচিত নয়। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ভোট পড়েছিল মাত্র ৬৭.৪ শতাংশ। সেই সংখ্যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কমিশন।

৩০ কোটি ভোটার ভোট দান করেনি ২০১৯ সালে এর পিছনে কি কারণ তা খতিয়ে দেখতে গিয়ে কমিশন জানতে পারে কেবলমাত্র দূরে থাকার কারণে নিজের কেন্দ্রে ভোট দিতে আসতে পারেনি অনেকেই।

৮ টি জাতীয় এবং ৫৭ টি আঞ্চলিক দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে যাবেন। সেখানে সব ভোটাররা যাতে ভোট দান করতে পারেন সুষ্ঠুভাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।