সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার রেল স্টেশনেই আ’রা’ম করে ঘুমিয়ে পড়ুন, POD হোটেল চা’লু করলো ভারতীয় রেল

রেলের যাত্রীদের জন্য বড় পরিষেবার ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার জন্য মোবাইলের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনার্সে স্লিপিং পড হোটেল চালু করা হয়েছে।

এটি ভারতীয় রেলের তরফ থেকে চালু করার দ্বিতীয় স্লিপিং পড হোটেল। এর আগে মুম্বাইয়ের সেন্ট্রালে এরকম একটি হোটেল চালু করা হয়েছিল। উল্লেখ্য যাত্রীরা যাতায়াতের ফাঁকে এই ধরনের হোটেলে সময় কাটাতে পারবেন।

জন্য দারুন উপযোগী হতে চলেছে এই ব্যবস্থা। এখানে ছোট ছোট ক্যাপসুলের মত কয়েকটি রুম রয়েছে যেখানে আরাম করা যাবে। অত্যন্ত কম টাকাতে এখানকার সুযোগ সুবিধা পাওয়া যাবে।

আরো পড়ুন: নতুন পোকার আ’ত’ঙ্কে জেরবার উত্তরবঙ্গবাসী, পোকার কা’ম’ড়ে অ’সু’স্থ হয়ে পড়েছেন অনেকেই

রিটায়ারিং রুমের তুলনায় এই ধরনের ঘরের খরচ অনেকটাই কম। ভ্রমণের সময় প্রচুর টাকা সাশ্রয় করতে পারবেন। খরচ কমলেও কিন্তু পরিষেবা পাওয়া যাবে আধুনিক। এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। নভেম্বর মাসে মুম্বাই সেন্ট্রালে পড হোটেল চালু করা হয়েছিল।

ভারতীয় রেলের তরফ থেকে চালু করা এই দ্বিতীয় স্লিপিং পড হোটেলের নাম রাখা হয়েছে নম স্লিপিং পড। দ্বিতল বিশিষ্ট এই জায়গাতে আরামে ঘুমাতে পারবেন রেল যাত্রীরা। গত বছরের শেষ দিকে এই হোটেল চালু করা হয়েছিল। ৯৯৯ টাকা তে এই সুবিধা পাওয়া যাবে।