সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একাই চীনকে বড়ো ঝ’ট’কা দিলেন মুকেশ আম্বানি, এই কোম্পানিকে ছি’নি’য়ে নিলো রিলায়েন্স

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি সম্প্রতি রিলায়েন্স নিউ এনার্জি সোলার লিমিটেড চালু করেছেন। এই ইন্ডাস্ট্রির জন্য সৌর শক্তির যোগানের ক্ষেত্রে বড়োসড়ো পদক্ষেপ নিলেন তিনি। রিলায়েন্স নিউ এনার্জি চীনের ন্যাশনাল ব্লু স্টার গ্রুপের থেকে আরইসি সোলার হোল্ডিং এএসের 100% অংশীদারিত্ব কিনে নিয়েছে। 77.10 কোটি ডলারের বিনিময়ে এই চুক্তি সম্পন্ন হয়েছে।

চিনা কোম্পানি আরইসি একটি বহুজাতিক সৌরশক্তি কোম্পানি। এই কোম্পানি কার্যত প্রযুক্তিগত উদ্ভাবন এবং উচ্চ দক্ষতার সঙ্গে অর্থনৈতিক সৌরশক্তি প্যানেল তৈরি করার জন্য বিখ্যাত। বিগত প্রায় 25 বছর ধরে বিশ্বের প্রথম সারির সোলার প্যানেল এবং পলি সিলিকন নির্মাতা কোম্পানির মধ্যে একটি হয়ে উঠেছে এই চিনা কোম্পানি।

আরইসি সোলার হোল্ডিংসের প্রধান দপ্তর অবস্থিত নরওয়েতে এবং এর প্রধান অফিস রয়েছে সিঙ্গাপুরে। উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং এশিয়া-প্যাসিফিকে এই কোম্পানির আঞ্চলিক দপ্তর রয়েছে। নরওয়েতে দুটি এবং সিঙ্গাপুরে একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটও রয়েছে।

এই কোম্পানি অধিগ্রহণ করার পর রিলায়েন্স এর চেয়ারম্যান মুকেশ আম্বানির বলেন এই উদ্যোগ কার্যত সূর্যের অসীম ক্ষমতাকে কাজে লাগিয়ে সারা বছর ব্যাপী সৌর শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ চাহিদা মেটাতে কাজে লাগবে। নতুন এবং উন্নত প্রযুক্তির বিনিয়োগ কৌশল অনুসারে 100 গিগাবাইট পরিষ্কার এবং সবুজ শক্তি তৈরি করার লক্ষ্য নিয়েছেন রিলায়েন্স কর্তা। 2030 সাল পর্যন্ত 450 মেগাওয়াট নবায়নযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে রিলায়েন্সের।