সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এমন রহস্য আছে যা জানলে চ’ম’কে উঠবেন! রাত ১ টা-র সময় সকাল হয়, ৪০ মিনিটের জন্য অস্ত যায় সূর্য

পৃথিবীতে ঘটে যাওয়া ভারী অদ্ভুত বিষয় সম্পর্কে আজকে আমরা আলোকপাত করবো আমাদের এই প্রতিবেদনে। পৃথিবী প্রতিনিয়তই সূর্যকে প্রদক্ষিন করে চলে যে কারণেই পৃথিবীর বুকে দিন-রাত্রি আবর্তিত হয়। তবে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করার ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় আলাদা আলাদা সময়ই রাত দিন হয়ে থাকে।

ঠিক যেমন ভারতে যখন দিন সেই সময়ে আমেরিকায় রাত কিন্তু এছাড়াও আমাদের পৃথিবীতে আরও একটি মজার বিষয় রয়েছে, কী সেই মজার বিষয় আসুন জানবো। এই দেশে মাত্র চল্লিশ মিনিটের জন্য সূর্য অস্ত যায়। রাত ১২:৪৩ মিনিটে সূর্য অস্ত যায় এবং সূর্য উঠে ঠিক তার ৪০ মিনিট পর অর্থাৎ ঠিক রাত ১:৩০ নাগাদ।

এই দেশটি হলো নরওয়ে। উত্তর মেরুর অত্যন্ত কাছে অবস্থান করার জন্য এই দেশে শীত প্রবল থাকে। এটি মূলত ইউরোপ মহাদেশের উত্তরে অবস্থিত। তবে এই ৪০ মিনিটের সূর্য অস্ত যাওয়ার বিষয়টি ঘটে থাকে সারা বছরের মধ্যে মাত্র আড়াই মাস।

আরো খবর: ৩ শতাংশ DA মমতার মু’খে ছুঁ’ড়ে মারলেন সরকারি কর্মচারীরা

মে থেকে জুলাই পর্যন্ত মূলত এই ঘটনার জন্য দায়ী করা হয় এই দেশের অবস্থানটিকে। এটি আর্কটিক সার্কেলে অবস্থিত হওয়ায় এই অদ্ভুত ঘটনাটি ঘটে থাকে। এই দেশের মূলত পর্যটন থেকেই আয় হয়, তাই এই দেশকে বিশ্বের ধনী দেশও বলা হয়ে থাকে।

এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য চোখ ধাঁধানো। এই দেশে রয়েছে বরফে ঢাকা পাহাড় এবং অনেক হিমবাহ যা দেখলে অবাক হয়ে হয়ে তাকিয়ে থাকতে হয়।