সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: ৯৬ বছর পর ফে’র সেই কাজটিই করতে চ’লে’ছে ঘূর্ণিঝড় “অশনি”

আটটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে দীর্ঘ ১২৯ বছরের ইতিহাসে মার্চে বঙ্গোপসাগর এবং আরব সাগরে। ছ’টি সমুদ্রেই বিলীন হযে গিযেছে। দুটি ঘূর্ণিঝড় উপকূল পার করেছে। যা শেষবার হয়েছিল ১৯২৬ সালে।

আন্দামান উপকূল পার করলে ৯৬ বছর পর আবারও সেই কাজটা করতে চলেছে ঘূর্ণিঝড় ‘অশনি’। ভারতীয় মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ১৮৯১ সাল থেকে ২০২০ সালের মধ্যে মার্চে বঙ্গোসাগরে ছ’টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল।

আরব সাগরে সেরকম ঘূর্ণিঝড়ের সংখ্যা ছিল দুই। ১৯০৭ সালে শ্রীলঙ্কার উপকূল পার করেছিল একটি ঘূর্ণিঝড়। তারপর ১৯২৬ সালে আরও একটি ঘূর্ণিঝড় তামিলনাড়ুর উপকূল পার করেছিল।

আরো পড়ুন: ইউক্রেনীয় অভিনেত্রীর বাড়িতে আ’ছ’ড়ে পড়লো রাশিয়ান রকেট! প্রা’ণ হা’রা’লে’ন ওকসানা শভেটস

মৌসম ভবন ঘূর্ণিঝড় ‘অশনি’ আন্দামান উপকূল পার করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। সাধারণত এপ্রিল এবং মে’তে উত্তর ভারতীয় মহাসাগরের উপর ঘূর্ণিঝড় তৈরি হয়।

আরো পড়ুন: তিনটি গোখরো নিয়ে খে’লা দেখাচ্ছিল যুবক, কিন্তু নি’মি’ষে ঘ’টে গেল ভ’য়া’ন’ক কা’ন্ড, দেখুন ভিডিও

নাম গোপন রাখার শর্তে ভারতীয় মৌসম ভবনের এক আধিকারিক বলেন, ‘জলবায়ুগতভাবে ঘূর্ণিঝড়ের মরশুম নয় মার্চ। সেটা হল এপ্রিল এবং মে। মার্চে সাগর ঠান্ডা থাকে।’ মার্চে সূর্যের বিকিরণ বেশি হয় না বলে জানিয়েছেন ভারতীয় মৌসম ভবনের ওই আধিকারিক।