সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইউক্রেনীয় অভিনেত্রীর বাড়িতে আ’ছ’ড়ে পড়লো রাশিয়ান রকেট! প্রা’ণ হা’রা’লে’ন ওকসানা শভেটস

রাশিয়ার রকেট হামলায় প্রাণ হারালেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস ৷ 67 বছরের ওকসানা শিল্পে ইউক্রেনের সর্বোচ্চ নাগরিক পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ৷ রাজধানী কিভের একটি অভিজাত আবাসনে থাকতেন ওকসানা ৷

শুক্রবার রাতে সেই আবাসনেই হামলা চালায় রুশ সেনারা ৷ আবাসনে আছড়ে পড়ে রকেট ৷ আর তাতেই মৃত্যু হয়েছে ইউক্রেনের বিখ্য়াত অভিনেত্রী ওকসানার ৷

ওকসানার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর থিয়েটার গ্রুপ ‘ইয়ং থিয়েটার’। বিবৃতিতে লেখা ছিল, “কিভের একটি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে রকেট শেলিংয়ের কারণে ইউক্রেনের শিল্পী ওকসানা শভেটস নিহত হয়েছেন ।”

আরো পড়ুন: জেলেনস্কির এক কাপ চায়ে সা’থে সা’থে স্বাস্থ্য চনমনে হয়ে যা’বে! অসমের চায়ে ইউক্রেনের লিকার

ওকসানা ইউক্রেনের সর্বোচ্চ শৈল্পিক সম্মান ‘অনার আর্টিস্ট অফ ইউক্রেন’ পুরস্কারে ভূষিত হন। প্রসঙ্গত, 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে ৷

ইউক্রেনের সৈন্যদের বিরুদ্ধে লড়তে রাশিয়ার আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসে রিপাবলিক অফ ডোনেটস্ক এবং লুহানস্ক।

রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে প্রায় 600 সাধারণ নাগরিক নিহত এবং 1000-এরও বেশি মানুষ আহত হয়েছেন ।