সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অস্কারের অফিসিয়াল Youtube চ্যা’নে’লে স্থা’ন পে’লো দক্ষিণী ছবি “Jai Bhim”

আরো একবার ভারতীয় চলচ্চিত্র জগৎ খ্যাতির শিরোনামে উঠে এলো। ভারতীয় সিনেমা জয় ভীম এর একটি চরিত্রে এবং পরিচালকের গল্পের বর্ণনা দেখানো হলো অস্কারের অফিশিয়াল ইউটিউব চ্যানেল। এটি প্রথম ভারতীয় চলচ্চিত্র যাকে অস্কারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখানো হল।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার মোনবালা বিজয় বালান টুইট করে লিখেছেন, জয় ভিমের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো কারণ এটি অস্কার ইউটিউব চ্যানেলে প্রদর্শিত প্রথম ভারতীয় চলচ্চিত্র। সুরিয়ার অনুরাগীরা যথেষ্ট উচ্ছ্বসিত এই খবর শুনে।

সুরিয়ার অনুরাগীদের মতে, সুরিয়ার কর্মজীবনে এটি একটি গর্বের মুহূর্ত। অস্কারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সিনেমা দেখা কোনো ছোট কথা নয়। এই খবরটি জানার পর থেকেই স্বাভাবিকভাবেই উৎসাহিত হয়েছেন অভিনেতা নিজেও। গতবছর সুরিয়া অভিনীত জয় ভিম ছবিটি মুক্তি পেয়েছিল ও টি টি প্লাটফর্মে।

দলিতদের রক্ষা করার জন্য একজন আইনজীবী লড়াইয়ের কথা উঠে এসেছে এই সিনেমাতে। এই সিনেমায় সুরিয়া ছাড়াও অভিনয় করেছেন লিজমোল, মনি কন্দন,প্রকাশ রাজ প্রমুখ। আই এম ডির তালিকায় দ্য শশাঙ্ক রিডেম্পশন, হলিউডের দ্য গডফাদার এর মত সিনেমা কে পেছনে ফেলে এবার খবরের শিরোনামে উঠে এলো এই তামিল সিনেমার নাম।