সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমেরিকা খা’বে আমাদের দেশের আম, এর পরিবর্তে ভারতে পা’ঠা’বে পশুখাদ্য-চেরি

এবার নতুন দিল্লি এবং আমেরিকার সিদ্ধান্তে আমদানি-রপ্তানির নতুন দিক খুলে গেল উভয় রাষ্ট্রের মধ্যে। এবার থেকে ভারত থেকে আম এবং বেদানা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চেরি, আলফালফা ঘাস এবং শূকরের মাংস আমদানি করবে ভারত।

দুই পৃথক বিবৃতিতে দুই দেশের সরকারের তরফ থেকে এই কথা জানানো হয়েছে। এই পরিকল্পনা 2 vs 2 কৃষি বাজার অ্যাক্সেস বাস্তবায়ন হতে চলেছে। ভারতের কৃষি এবং কৃষক কল্যাণ বিভাগ, ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের মধ্যে চুক্তি সাধিত হয়েছে। ভারতের বাণিজ্যমন্ত্রক সম্প্রতি এই কথা জানিয়েছে।

চলতি বছরের এপ্রিল মাস থেকে বেদানা রপ্তানি শুরু হবে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আলফালফা খড় এবং চেরি আমদানি করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় আম এবং বেদানার বেশ চাহিদা রয়েছে। ভারতীয় আমের স্বাদ, গন্ধ এবং এটি তুলনামূলকভাবে সস্তা হওয়াতে সারাবিশ্বে এর চাহিদা রয়েছে।

ভারতীয় উন্নত মানের শুয়োরের মাংসের চাহিদা বাড়ছে। সঙ্গে চেরির চাহিদাও বাড়ছে। আমেরিকা থেকে এই সামগ্রী আমদানি করা হলে তা ভারতের জন্য লাভজনক হবে।