সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: জালে ধ’রা পড়লো বিশাল সাইজের তেলেভোলা মাছ! ৩৬ লক্ষ টা’কা’য় হলো বিক্রি, কিন্তু কেন এত দাম?

মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের জালে প্রায়শই মহামূল্যবান সামুদ্রিক সম্পদ ধরা পড়ে। এবারেও কার্যত সুন্দরবনের মৎস্য জীবীদের হলো লক্ষ্মী লাভ। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের গোসাবা ব্লকের দুলকির সোনাগাঁও গ্রামে মৎস্যজীবীদের জালে উঠে এলো পেল্লাই সাইজের তেলিয়া ভোলা মাছ। যার দাম উঠল প্রায় 36 লক্ষ টাকা!

এই পেল্লাই সাইজের তেলিয়া ভোলা মাছের ওজন ছিল প্রায় 78 কেজি 200 গ্রাম। কলকাতার কেএমপি নামের একটি প্রতিষ্ঠান মৎস্যজীবীদের থেকে ওই পেল্লাই সাইজের মাছটি কিনে নেন। এই মাছের পেটের ভেতর রয়েছে কিছু মূল্যবান সম্পদ। রয়েছে তার মহামূল্যবান পটকা। এই পটকা দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ এবং জিনিসপত্র তৈরি করা হয়। অস্ত্রোপচারের পর সেলাইয়ের কাজে লাগে সেই জিনিসগুলি।

ঠিক এই কারণেই মাছের এত দাম উঠেছে। এখন মহামূল্যবান সম্পদ পেয়ে স্বভাবতই বেজায় খুশি সোনাগাও গ্রামের বিকাশ বর্মন, রাহুল বর্মন, সৈকত বর্মন, কমলেশ বর্মন এবং কালিপদ বর। কারণ তাদের জালে ধরা পড়েছে এই এত বড় সাইজের তেলিয়া ভোলা মাছ। প্রায় সাত ফুট উচ্চতার ওই বিশাল সাইজের তেলিয়া ভোলা মাছটি শনিবার রাতে তারা ক্যানিংয়ের প্রভাত মন্ডলের মাছের আড়তে নিয়ে এসেছিলেন।

সেখানে মাছটি 49 হাজার 300 টাকা প্রতি কেজি দরে বিক্রি করা হয়। পুজোর মুখে লক্ষী লাভে বেজায় খুশি ওই মৎস্যজীবীরা। সাত ফুট উচ্চতার মাছটিকে দেখার জন্য এলাকার বাসিন্দারা ভিড় জমিয়েছিলেন ওই আড়তে।