সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে দা’মি পানীয় জল পা’ন করেন নীতা আম্বানি, দা’ম শুনেই হতভম্ব নে’ট নাগরিকরা

বিশ্বের অন্যতম ধনকুবের হলেন মুকেশ আম্বানি। তিনি রিলায়েন্স কর্তা। স্বাভাবিকভাবেই তার পরিবারের সদস্যদের এবং তার নিজের জীবনযাত্রা একেবারেই অন্যরকম ভাবে। রাজকীয় ভাবে তিনি জীবন যাপন করবেন তা বলাই বাহুল্য। কিছুদিন আগে মুকেশ আম্বানির একমাত্র কন্যার বিবাহের অনুষ্ঠান দেখে সকলে চমকে গিয়ে ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় বড় নেতা নেত্রী থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী সকলেই।

আজকে আমরা কথা বলবো মুকেশ আম্বানির স্ত্রী নিতু আম্বানির কথা। হয়তো অনেকেই জানেন না, নিতু আম্বানির বিশ্বের সবথেকে দামি জল পান করেন। তিনি যেই জল পান করেন তা আসে ফ্রান্স থেকে। এই জলের দাম প্রায় কয়েক লক্ষ টাকা। কিন্তু কি এমন আছে এই জলে যার ফলে এই জলের দাম এত টাকা?

বলতে গেলে তিনি প্রত্যেকদিন সোনার জল পান করেন। এই জল স্বাস্থ্যকে তরতাজা রাখে। জলের মধ্যে নাকি মেশানো থাকে সোনা। তাই একটি বোতলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪লক্ষ টাকার বেশি। বিশ্বের সবথেকে দামি পানীয় জল সরবরাহ সংস্থা অ্যাকোয়া ডি ক্রিস্টাল ডিস্ট্রিবিউটর মদিগ্লিয়ানি এই জল বিক্রি করেন। এই জলের ৭৫০ মিলিলিটার এর দাম কম করে ৬০ হাজার ডলার। তবে এই জলের এত দাম হবার পেছনে কিছু কারণ রয়েছে। বলা হয়ে থাকে এই জলের মধ্যে স্বর্ণ ভস্ম মেশানো থাকে, যার ফলে এই জল মানবদেহের পক্ষে ভীষণভাবে উপকারী।

জলের পাশাপাশি জলের বোতল টিও কিন্তু কম মূল্যবান না। জলের বোতল দিয়ে নাকি সোনা দিয়ে তৈরি। তাই স্বাভাবিকভাবেই এই বোতলের এত দাম। চামড়ার খাবে ভরে ফ্রান্স থেকে বিশ্বের নামিদামি ধনকুবেরের বাড়ি পৌঁছে দেওয়া হয় বিশ্বের দামি এই জলের বোতল।