সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অপারেশনের স’ম’য় খুদে গান ক’র’ছে “হাট্টিমাটিম টিম”, নে’ট দু’নি’য়া’য় ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে আমাদের সামনে এমন কিছু ভিডিও এসে পরে যেটা দেখলে আমরা অবাক হয়ে যাই। ভাবতে থাকি যে আদেও সত্যি সত্যিই এই ধরনের ঘটতে পারে কিনা। আসলে এই সমস্ত ঘটনা আমাদের কাছে অবাক বলে মনে হলেও বাস্তবে তা ঘটে বলেই এতটা ভাইরাল হতে পারে।

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে যেটি দেখে নেটিজেনদের অবাক হওয়ার মতই ঘটনা ঘটেছে ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি শিশুর হাতে অস্ত্রোপচার চালানো হচ্ছে, শিশুটির মন যাতে অন্য দিকে থাকে সেই জন্য অপারেশন টেবিলে থাকা এক চিকিৎসক তার সাথে ছড়া বলছেন।

একদিকে ওই শিশুটির হাতে অপারেশন চলছে আর অন্যদিকে সেই ডাক্তার শিশুটির সাথে সাথে “হাট্টিমাটিম টিম” ছড়াটি বলছেন। বাচ্চাটিও ওই হাট্টিমাটিম ছড়াটি কাঁদতে কাঁদতে উগরাচ্ছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশে, এই ভিডিওটি শেয়ার করেছেন বাংলাদেশের এক চিকিৎসক মোহাম্মদ নাজমুস শাকিব বাপ্পি।

এই চিকিৎসক নিজেই অপারেশনটি করেছেন। এই চিকিৎসক ওই ভিডিওটিকে পোস্ট করে সেখানে ক্যাপশন হিসেবে লিখেছেন, “হাট্টিমাটিম টিম ছড়াটি সকলের খুবই প্রিয়, আপনারা জীবনে যতই সমস্যা থাকুক, এই ছড়াটা আপনাদের সবসময় পছন্দেরই থাকবে।”


তিনি আরো জানিয়েছেন,ওই ছোট্ট শিশুটির হাতে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করতে তার অনেক কষ্ট হয়েছে। এই ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে যে, অপারেশনের সময় শিশুটির যখন অস্ত্রোপচার হচ্ছে সেই সময় শিশুটি কেঁদে কেঁদে হাট্টিমাটিম টিম ছড়াটি বিড়বিড় করে বলছে। একদিকে শিশুটিও ছড়াটি বলছে অন্যদিকে চিকিৎসকও এই ছড়াটি বলছেন। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে ভিউজ হয়েছে প্রায় সাড়ে ৪ লক্ষ, অন্যদিকে ৪,০০০জন মানুষ এই ভিডিওটিকে লাইক করেছেন।