সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার প্ল্যাটফর্ম টিকিট নিয়ে ব’ড়ো কিছু ভাবছে ভারতীয় রেল, জানুন বি’শ’দে

ভারতীয় রেল উৎসবের মরশুম শেষ হতেই প্লাটফর্ম টিকিটের দাম নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, এখন আর ডিআরএমের উপর প্লাটফর্ম টিকিটের দাম ধার্য করার ক্ষমতা ন্যাস্ত থাকবে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এই সিদ্ধান্ত এবার কেন্দ্রই নেবে বলে জানানো হয়েছে।

কেন্দ্র জানিয়েছে, ডিআরএমদের ওপর প্লাটফর্ম টিকিটের দাম ধার্য করার যে দায়িত্ব ছিল তা পর্যালোচনা করেছে কেন্দ্র। জানানো হয়েছে, এবার থেকে কেন্দ্র এই সিদ্ধান্ত। আর এই পদক্ষেপ এখন থেকেই লাগু বলে জানানো হয়েছে। রেলের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, স্থানীয় উৎসবের নিরিখে প্ল্যাটফর্ম টিকিটের দাম কত হতে পারে, তা তখন নির্ধারণের ক্ষমতা ছিল ডিআরএমদের।

ডিআরএমরা প্রয়োজনমতো ব্যবস্থা নিতে পারতেন । তবে এবার থেকে তা কেন্দ্রই সব দেখভাল করবে। কেন্দ্র এই সিদ্ধান্ত নেওয়ার দিনেই নর্দার্ন রেলওয়ে প্লাটফর্ম টিকিটের দাম ১৪টি রেলস্টেশনে ৫০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করেছে।

আরো পড়ুন: চীনা র’কে’টের ধ্বং’সা’ব’শে’ষ বায়ুমণ্ডলে, কোথায় গি’য়ে পড়লো?

নর্দান্, সাউদার্ন, ওয়েস্টার্ন রেল এর আগে প্লাটফর্ম টিকিটের দাম বাড়িয়েছিল। স্টেশনে অযথা ভিড় রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে। ওয়েস্টার্ন রেলওয়ে বেশ কয়েকটি স্টেশনে প্লাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে ৫০ টাকা করেছিল।