সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গোরক্ষনাথ মন্দিরের নিরাপত্তারক্ষীর উপর হা’ম’লা, গ্রে’ফ’তা’র আততায়ী

গোরক্ষনাথ মন্দির ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এরপরই রবিবার সন্ধ্যায় মন্দিরের নিরাপত্তারক্ষী দুই জওয়ানকে অস্ত্র দিয়ে আক্রমণ করে এক ব্যক্তি।

বর্তমানে স্থানীয় পুলিশ এবং এটিএস একত্রিত হয়ে হুমকি এবং এই হামলার লিঙ্ক যোগ করতে শুরু করেছে। ৪ ঠা ফেব্রুয়ারি তিন তিনটি টুইট করে বেশ কয়েকটি বড় রেলস্টেশন, গোরক্ষনাথ মন্দির এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর বোমা হামলার হুমকি দেওয়া হয়।

লেডি ডন নামের টুইটার হ্যান্ডেল থেকে এই টুইটটি করা হয়। এ ঘটনায় পুলিশ তদন্তও শুরু করলেও আসামি অধরাই ছিল। এরপর রবিবার গভীর রাতে হামলার পর তৎপর হয় পুলিশ।

আরো পড়ুন: বৈশাখ মা’স শুরু হওয়ার আ’গে এই জিনিসগুলো রান্নাঘরে রে’খে দিন, সংসারে ব’দ’ল ল’ক্ষ্য করবেন

হামলার পর এডিজি অখিল কুমার জানান, রবিবার সন্ধ্যাবেলা এক যুবক মন্দিরের প্রবেশস্থল দিয়ে জোর করে ঢোকার চেষ্টা করেছিল। এ সময় নিরাপত্তাকর্মীরা বাধা দিলে ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।

আহত দুই জওয়ানকে মেডিকেল কলেজে ভর্তি করা হয় বলে খবর। এডিজি জানান, আহমেদ মুর্তজা নামের হামলাকারীটি গোরক্ষপুরের সিভিল লাইনে থাকে। গ্রেফতারের সময় হামলাকারী যুবক আহত হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সে সুস্থ হয়ে উঠলে পুলিশ তার থেকে ঘটনার কারণ জানার চেষ্টা করবে। বর্তমানে স্থানীয় পুলিশ এবং এটিএস একত্রিত হয়ে হুমকি এবং এই হামলার লিঙ্ক যোগ করতে শুরু করেছে।