সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নারকেলের এক টোটকায় বৈশাখ মাসে খুলে যাবে ভা’গ্য, আশীর্বাদ হবে মা লক্ষ্মীর

হিন্দু সনাতন ধর্মে বৈশাখ মাসের এক আলাদা গুরুত্ব রয়েছে। এই মাস যেমন মহাদেবের অত্যন্ত পছন্দের মাস তেমনভাবে এই মাস লক্ষ্মীনারায়ণের মাস হিসেবেও গণ্য করা হয়। এই মাসে মা লক্ষ্মী এবং বিষ্ণুকে তুষ্ট করতে পারলে তারা আজীবন ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করে থাকেন।

বৈশাখ মাসে কিভাবে কেবলমাত্র একটা ফলের সাহায্যে মা লক্ষী এবং বিষ্ণুকে আরাধনা করবেন জানেন। লক্ষ্মী পুজোয় নারকেলের এক বিশেষ গুরুত্ব রয়েছে। নারকেল মা লক্ষ্মীর প্রিয় ফল। নারকেল নাড়ু ছাড়া লক্ষ্মীপুজোর কথা ভাবাই যায় না।

গত ১৫ ই এপ্রিল থেকে শুরু হয়েছে বৈশাখ মাস এই মাসে গঙ্গা স্নান দরিদ্রদের সেবা করা পূজোপাঠ মন্ত্র পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মাসের তুলনায় শ্রেষ্ঠ মাস বৈশাখ। বৈশাখ মাসে নারকেলের কয়েকটি টোটকা মেনে চলতে পারলে সংসারে অভাব হবে না।

নারকেলকে বলা হয় শ্রীফল। যার নামের সঙ্গে জড়িত রয়েছে মা লক্ষ্মীর নাম। টাকা রোজগার করলেও হাতে রাখতে পারছেন না তবে শুক্রবার সকালে স্নান সেরে একটি লাল রঙের জামা পড়ুন এরপর মা লক্ষ্মীর পুজো করুন।

আরো খবর: রাস্তায় বিন্দাস স্কেটিং করছেন ঠাকুরমা! ছবি দেখে হ’ত’বা’ক সকলেই

পুজোতে অতি অবশ্যই নারকেল পদ্মফুল লাল পেড়ে সাদা শাড়ি অর্পণ করুন। পুজো শেষে এই নারকেল একটি পরিষ্কার লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখুন এমন জায়গায় রাখতে হবে যাতে কেউ টের না পায়। এতে আপনার আর্থিক সমস্ত সমস্যার সমাধান হবে।

নারকেলের গায়ে কাজলের টিকা লাগান তারপর বাড়ির প্রতিটি কোণে ওই নারকেল ঘুরিয়ে দিন নদীর জলে ভাসিয়ে দিন এতে বাড়ির সমস্ত অশুভ শক্তি দূরে চলে যাবে। কেতুর দোষ থেকে মুক্তি পাবেন।