সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চীনা র’কে’টের ধ্বং’সা’ব’শে’ষ বায়ুমণ্ডলে, কোথায় গি’য়ে পড়লো?

চিনা রকেটের ধ্বংসাবশেষ শুক্রবার দক্ষিণ-মধ্য প্রশান্ত মহাসাগরের উপরে বায়ুমণ্ডলের সামনে এল । অনেকের মতে, রকেটের কিছু অংশ অক্ষত থাকতে পারে। তবে তার হদিশ মেলেনি।

যদিও এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই সাময়িকভাবে দক্ষিণ ইউরোপের ওই অংশে আকাশপথে বিমান চলাচল স্থগিত রাখা হয়। ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি পূর্বাভাসের ভিত্তিতে উত্তর স্পেনের আকাশপথের একটি অংশে শুক্রবার সকাল থেকে উড়ান চলাচল বন্ধ করে দেয়।

ফ্রান্সও স্থানীয় সময়ে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কর্সিকার দক্ষিণাংশে আকাশপথ বন্ধ করে দেয়। গত সোমবার চিন তার লং মার্চ-৫বি রকেটের উৎক্ষেপণ করে। তিয়ানগং স্পেস স্টেশনের শেষ মডিউলটি পাঠানো হয় এই রকেটে করে।

আরো পড়ুন: Fixed ডিপোজিটে কোন কোন ব্যাংক ৭ শতাংশ সুদ দিচ্ছে? আ’রো রয়েছে সুবিধা

এদিকে রকেটের বুস্টার কোথায় পড়বে, তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিজ্ঞানীরা। এর ফলে ২১ মেট্রিক টনের, ১৬ মিটার দীর্ঘ বুস্টারটি মহাকাশেই ভাসতে থাকে। ঠিক কখন পৃথিবীর কোন প্রান্তে আছড়ে পড়বে, তাই নিয়ে ভয়ে কাঁটা হয়ে ছিলেন সকলে।