সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১০ টা’কা’র কয়েন নি’তে ইচ্ছে করছে না? ব’ড়ো বা’র্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

বহুদিন থেকেই লক্ষ্য করা যাচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন কারণে 10 টাকার কয়েন গ্রহণ করতে চাইছে না। তবে এই বিষয় নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানালেন, 10 টাকার বিভিন্ন করেন বিভিন্ন আকারের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশ করে থাকে।

বহুদিন থেকেই লক্ষ্য করা যাচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন কারণে 10 টাকার কয়েন গ্রহণ করতে চাইছে না। তবে এই বিষয় নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানালেন, 10 টাকার বিভিন্ন করেন বিভিন্ন আকারের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশ করে থাকে।

এই 10 টাকার কয়েন সরকারি অনুমোদন যুক্ত, তাই যেকোন লেনদেনের জন্য এটি গ্রহণযোগ্য। আসলে সংসদে এ. বিজয় কুমার এই 10 টাকার কয়েন নিয়ে একটি প্রশ্ন তোলে, সেখানে তিনি জানায় , 10 টাকা ভুয়ো বলে দেশের অনেক জায়গায় তা গ্রহণযোগ্য নয়।

অনেকেই সেই 10 টাকা নিতে চায় না। এই নিয়েই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সরকারের অবস্থান জানায়। এটা অবশ্য নতুন নয়, 10 টাকা নিয়ে বহু অভিযোগ এসেছে সরকারের কাছে। তাই এই ক্ষেত্রে মানুষের সন্দেহ অবকাশ আশঙ্কা সমস্ত কিছু দূর করে , মানুষের সতর্কতা জাগিয়ে আরবিআই বিভিন্ন সময় প্রেস রিলিজ প্রকাশ করে থাকে।

আরো পড়ুন: পুরভোটের আগে দেবাংশুর বয়ান ঘি’রে দলের অ’ন্দ’রে ব্যা’প’ক জ’ল্প’না

আর সেখানেই জানানো হয় সারাদেশে দশ টাকার কয়েন বৈধ। বিনা দ্বিধায় এ 10 টাকার কয়েন সাধারন মানুষ ব্যবহার করতে পারে। বিশেষ করে প্রিন্ট মিডিয়া এসএমএসের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করে আর বি আই। বিভিন্ন সময়ে বিভিন্ন আকারের 10 টাকার কয়েন বের করে আর বি আই। আর সেই সবগুলি কেন্দ্রীয় সরকারের অনুমোদন যুক্ত। চৌদ্দটি আকারের 10 টাকার কয়েন সারা দেশে বৈধ।

অনেক সময় দেখা যায় 10 টাকার কয়েন গ্রহণ করতে চায় না বিক্রেতারা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে সরকারি টাকশালে এই কয়েন তৈরী করা হয়। কেন্দ্রের অনুমোদন ছাড়াই 10 টাকার কয়েন তৈরি হয় না, তাই নিঃসন্দেহে 10 টাকার কয়েন ব্যবহার করতে পারে দেশের মানুষজন।