সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তাজ হোটেলে মা’ত্র ৬ টা’কা’য় রাত্রি যা’প’ন করুন, অ’বি’শ্বা’স্য হলেও স’ত্যি!

মুম্বাইয়ের তাজ হোটেলে রাত্রি বাস করা তো দূরের কথা, এক ঘণ্টা সময় কাটানোর মতো অর্থ ব্যয়ের সামর্থ্য অনেকের মধ্যেই নেই। প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচ করে তবে তাজ হোটেলের পরিষেবা পাওয়া যায়। এহেন তাজে থাকার বাসনা থাকে অনেকের মনেই। পৃথিবীর যাবতীয় সুখ-স্বাচ্ছন্দ, বিলাসবহুলতা নাকি এখানেই মেলে। অর্থাৎ মুম্বাইয়ের তাজ হোটেল কার্যত বড়োসড়ো একটা রাজপ্রাসাদের তুলনায় কোন অংশেই কম নয়।

তবে জানেন কি আজ যেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাজে থাকতে হয়, সেই তাজে একসময় মাত্র ৬ টাকা দিয়েই থাকার সুযোগ পেতেন সাধারণ মানুষ? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মাত্র ৬ টাকা দিন, আর মুম্বাইয়ের তাজ হোটেলে থাকার সুযোগ পেয়ে যান। তবে এই পরিষেবা পেতে হলে আপনাকে অন্তত শত বছর পূর্বে জন্ম নিতে হতো। কারণ তখন ‌ তাজ হোটেলে থাকতে গেলে প্রতিদিন ৬ টাকা করেই ব্যয় হতো।

সম্প্রতি এই তথ্য তুলে ধরেছেন বিশিষ্ট শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। তিনি তার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। সেখানে মুম্বাইয়ের বর্তমান তাজ হোটেলের একটি শতবর্ষ পুরনো বিজ্ঞাপন তুলে ধরেছেন তিনি। তখন তাজ হোটেলের নাম ছিল তাজমহল প্যালেস হোটেল। যার ভাড়া দৈনিক ৬ টাকা ছিল। আনন্দ আক্ষেপ করছেন, যদি তার কাছে একটি টাইম মেশিন থাকতো তাহলে তিনি ওই সময় পাড়ি দিতেন।

মাত্র ছয় টাকাতেই সব রকমের বিলাসিতার সুযোগ পাওয়া যাবে। এই মর্মেই বেরিয়েছিল শতবর্ষ পুরনো এই বিজ্ঞাপনটি। উল্লেখ্য আনন্দ মাহিন্দ্রা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় বহু ইউনিক তথ্য তুলে ধরেন। তার বেশিরভাগ কনটেন্ট থাকে মজাদার। যা দেখে এবং পড়ে নেটিজেনরা হেসে কুটোপাটি হন। তবে তার বর্তমান এই পোস্টও কার্যত নেটিজেনদেরও নিয়ে গিয়েছে সেই শতবর্ষ পেছনে।