সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধু হি’ন্দু’দে’র জন্যই কি RSS-র হাসপাতাল? রতন টাটার প্রশ্নের উ’ত্ত’রে যা বললেন নীতিন গড়করি

ভারতের অন্যতম শিল্পপতি রতন টাটা অদ্ভুত এক প্রশ্ন করেছিলেন; কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি যখন মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন তখন। আর সেই প্রসঙ্গের অবতারণাই গত বৃহস্পতিবার করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

তিনি জানিয়েছেন, তাঁকে একবার রতন টাটা জিজ্ঞাসা করেছিলেন যে আরএসএস হাসপাতাল কি শুধুমাত্র হিন্দুদের জন্য? এর প্রতিক্রিয়ায় গড়করি বলেছিলেন যে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করে না।

মূলত পুণের সিংহগড় এলাকায় একটি দাতব্য হাসপাতালের উদ্বোধনের সময় বিজেপির প্রবীণ নেতা এই প্রসঙ্গটি গত বৃহস্পতিবার উপস্থাপিত করেন।

আরো পড়ুন: জঙ্গলমহল: High Alert জা’রি ক’র’লো পশ্চিমবঙ্গ সরকার

ওই উদ্বোধনী অনুষ্ঠানে গড়করি বলেন, ঔরঙ্গাবাদে প্রয়াত আরএসএস প্রধান কেবি হেডগেওয়ারের নামে একটি হাসপাতাল উদ্বোধন করা হচ্ছিল। তিনি তখন রাজ্য সরকারের একজন মন্ত্রী ছিলেন।

আরএসএসের একজন সিনিয়র কর্মকর্তা রতন টাটাকে দিয়ে হাসপাতালের উদ্বোধন করতে চেয়েছিলেন। আর এই বিষয়ে তিনি তাকে সাহায্য করতে বলেন।

তারপর তিনি টাটার সাথে যোগাযোগ করেন। তিনি আরও জানান, উদ্বোধন করার জন্যে হাসপাতালে পৌঁছে রতন টাটা জিজ্ঞেস করেছিলেন যে, এই হাসপাতালটি কি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোকেদের জন্য কিনা।