সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অসীম সা’হ’সী, গায়ে দুটি গু’লি লাগার পরেও ৪ জঙ্গিদের নি’কে’শ করেছেন IAF-র গরুড় কমান্ডো সন্দীপ

ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন গরুড় স্পেশাল ফোর্স পাকিস্তানি সন্ত্রাসবাদীদের জন্য বড় ত্রাসের কারণ হয়ে উঠেছে। শনিবার জম্মু কাশ্মীর উপত্যকা অঞ্চলের পুলওয়ামাতে একটি অভিযানে অংশগ্রহণ করেছিল এই স্পেশাল সংগঠন। ভারতীয় সেনাবাহিনীর এই দল 4 সন্ত্রাসবাদি জঙ্গিকে খতম করেছে। পুলওয়ামা এনকাউন্টারের সময় স্পেশাল ফোর্সের একজন অফিসারের শরীরে দুটি গুলি লাগে। তবুও তিনি সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই চালিয়ে গিয়ে নিকেশ করেছেন তাদের।

বিশিষ্ট সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর ভারতের গরুড় স্পেশাল ফোর্সের স্কোয়াড্রন লিডার সন্দ্বীপ ঝাঝারিয়া বুকে এবং বাম হাতে দুটি গুলি লেগেছিল এনকাউন্টার চলার সময়। তবুও তিনি সন্ত্রাসবাদীদের নিকেশ করতে সমর্থ হয়েছেন। উল্লেখ্য চার বছর আগে 2017 সালে ভারতীয় বিমানবাহিনীর এই কমান্ডোরা দুটি বড় অপারেশনে অংশগ্রহণ করবে 8 জন সন্ত্রাসবাদীকে নিকেশ করেছিল। শনিবার সন্ধ্যা সাতটার সময় সেনাবাহিনীর 55 রাষ্ট্রীয় রাইফেলস জম্মু-কাশ্মীর পুলিশসহ নিরাপত্তা বাহিনীরা নাইরা গ্রামে তল্লাশি অভিযান পরিচালনা করার সময় জঙ্গিদের খতম করে।

স্থানীয়দের তরফ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে একটি বাড়ির মধ্যে সন্ত্রাসবাদীরা লুকিয়ে ছিল। নিরাপত্তা বাহিনী অবিলম্বে সেই বাড়ির আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষদের সরিয়ে নেয় এবং তাদের নিরাপদ দূরত্বে পাঠানোর ব্যবস্থা করে। এইসময় সন্ত্রাসবাদীরা ঘটনাস্থল থেকে পালাতে চেষ্টা করে এবং গুলি চালাতে শুরু করে। তখন ভারতীয় সেনাবাহিনী এবং গরুড় স্পেশাল ফোর্সের জওয়ানরাও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাবর্ষণ হয়েছে এদিন। এই সময় কালে স্কোয়াড্রন লিডার সন্দীপ ঝাঝারিয়ার শরীরে দুটি গুলি লাগে। তবে তিনি আহত হওয়া সত্বেও পলাতক তিন সন্ত্রাসবাদীকে খতম করেন। এই সময় তিনজনকে খতম করার পর ওই বাড়ির মধ্যে আর কেউ লুকিয়ে আছে কিনা জানার জন্য সন্ত্রাসবাদীরা বাড়িতে ঢুকতেই আচমকা এক সন্ত্রাসবাদি গুলি চালাতে শুরু করে এবং এতে একজন জওয়ান গুলিবিদ্ধ হন। বাহিনীর পাল্টা জবাবে ওই সন্ত্রাসবাদীকেও খতম করা সম্ভব হয়েছে।