সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৈ’রি থাকুন! তাপমাত্রা আ’রো নামবে, সঙ্গে ঠান্ডা হাওয়া, জাঁ’কি’য়ে শীত

রাজ্যজুড়ে এখন প্রবল শীত। পুরুলিয়া আর দার্জিলিং একবিন্দুতে ৷ 10-11 ডিগ্রির মধ্যেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা । সঙ্গে উত্তুরে হাওয়া কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা ৷ আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ক’দিন এমনই হাড়কাঁপানো ঠান্ডা পড়বে বাংলায়৷ শুক্রবার কলকাতায় পারদ নেমেছিল 10 ডিগ্রির ঘরে ৷ এদিন এই মরশুমের শীতলতম দিন ৷

শনিবার শহরে পারদ কিছুটা ঊর্ধ্বমুখী ৷ তবে কনকনে ঠান্ডার দাপট কমেনি। আলিপুর হাওয়া অফিসের আধিকারিক গণেশচন্দ্র দাস বলেন, আগামী সোম-মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার সেরকম কোনও পরিবর্তন হবে না ৷ অর্থাৎ ঠান্ডা যেমন রয়েছে, সেরকম থাকবে ৷

রাজ্যে তাপমাত্রা 1 ডিগ্রি ওঠা-নামা করলেও ঠান্ডা যা রয়েছে, সেই ঠান্ডার আমেজটা ভালোরকম বজায় থাকবে আরও কয়েকদিন ৷ কলকাতার ক্ষেত্রে আগামী তিন দিন রাতের তাপমাত্রা 12 ডিগ্রির কাছাকাছি থাকবে এবং দিনের তাপমাত্রা 23-24 ডিগ্রির কাছাকাছি থাকবে।

আরো খবর: আজ রবিবার, জানুন কেমন কা’ট’বে ছুটির দিনটি, রইলো রাশিফল (08.01.2023)

দক্ষিণবঙ্গের শীতের দাপটকে পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গও ৷ হাওয়া অফিসের অধিকর্তা বলছেন, উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুর এবং মালদাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে ৷ দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে থাকবে এবং কুয়াশাও ৷ পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা কুয়াশা তো কোথাও ঘন কুয়াশা ৷

রাতের তাপমাত্রা 2-1 ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে ৷ সূর্য ডুবতেই ঠান্ডার অনুভুতিটা তীব্র হচ্ছে ৷ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে, জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3-5 ডিগ্রি কম থাকছে ৷ শনিবার পুরুলিয়ায় তাপমাত্রা সবচেয়ে কম ।

পশ্চিমাঞ্চলের এই জেলায় পারদ নেমেছে 7 ডিগ্রি সেলসিয়াসে ৷ একই তাপমাত্রা আবার উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ৷ ফলে পশ্চিমের পুরুলিয়া পারদ পতনের নিত্তিতে উত্তরের দার্জিলিংয়ের সঙ্গে এক বিন্দুতে ৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও 7 ডিগ্রির ঘরে তাপমাত্রা নেমেছে ।