সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে দা’মি আম এটি, এক কেজির মূ’ল্য মা’ত্র ২.৭০ লক্ষ টা’কা

পর্যন্ত কত দামী আম খেয়েছেন আপনি? আলফানজো আমের নাম শুনেছেন নিশ্চয়ই, সেই আমও দারুন দামী একটি আম। কিন্তু সেই আমকেও টক্কর দিতে আছে বাজারে আরেকটি আম। যেটি কিনা পৃথিবীর সবথেকে দামী একটি আম।

এটি জাপানের একটি আম যার নাম মিয়াজাকি, দারুণ সুন্দর দেখতে এই আম যা দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। সম্প্রতি এক ভারতীয় শিল্পপতি হর্স গোয়েঙ্কা স্যোশাল মিডিয়ায় এই আম সম্পর্কে লিখেছেন।

জাপানে এই আমের ফলন দারুন হয়, কিন্তু ভারতে এই আম একেবারেই দুর্লভ। তবে মধ্যপ্রদেশের এক ব্যক্তি এই আমের চাষ করেছে, যেখানে বাগানে তিনি পাহারা দেওয়ার জন্য ৬ টি কুকুর ও তিনজন কড়া নিরাপত্তা রক্ষীর ব্যবস্হা করেছেন।

আরো পড়ুন: আমাকে ভিনগ্রহীরা তু’লে নি’য়ে গিয়েছিলো, চোখে কেমন যে’ন ইনজেকশন দিয়ে দিয়েছে!

মধ্যপ্রদেশের এক কৃষক এই মিয়াজাকি আমি ফলিয়েছেন। এত মূল্যবান আম , যার বাজার মূল্য ২.৭০ লক্ষ টাকা প্রতি কেজির। ভাবতে পারছেন সোনার থেকেও মূল্যবান এই আম যার কদর এত ও দামও বেশী।

তার নিরাপত্তা থাকবে না তো কার থাকবে? তাই ৬ টি কুকুর সেই আম বাগানে পাহাড়ায় থাকে সাথে ৩ জন নিরাপত্তা রক্ষীও থাকে সেই বাগানে। তবে এই আম পেল কোথায় সেই ব্যাক্তি?

তিনি জানায় আসলে ট্রেন সফরে এক ব্যাক্তির কাছ থেকে এই আমের চারা পান তিনি। তবে এই আম ভারতের মাটিতে কি হবে? সেই চিন্তা তো ছিলই তবে হ্যা যখন সেই আম হয় গাছে তখন সেটা দেখে অবাক হয়ে যায় সে, কারণ এই অবিশ্বাস্য একটি কান্ড যে তিনি ঘটিয়ে ফেলেছেন, সেটা তার মন জানতে পেরে গেছে।।