সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খুব বে’শি দিন ন’য়, পাক স’ন্ত্রা’সে’র শিকড় উ’প’ড়ে ফে’লা হবে শীঘ্রই: রাজনাথ সিং

ভারতে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার জন্য আরও একবার পাকিস্তানকে দায়ী করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার দিল্লিতে ওয়াল অব ফেম, ১৯৭১ ইন্দো পাক ওয়ার অনুষ্ঠানে রাজনাথ বলেন, ভারতের জঙ্গি কার্যকলাপ ছড়িয়ে দিতে চায় পাকিস্তান। বারবার পাকিস্তানের সমস্ত পরিকল্পনা ভেঙে দেয় ভারতীয় সেনা।

বর্তমানে সন্ত্রাসবাদকে শিখর থেকে উপড়ে ফেলার চেষ্টা চালানো হচ্ছে। এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভারতের যথেষ্ট অবদান আছে। গত 50 বছরে বাংলাদেশে অনেকটাই উন্নতি করতে পেরেছে। বাংলাদেশ গোটা বিশ্বের কাছে একটি উদাহরণ হয়ে থাকতে পারে।

প্রসঙ্গত,বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে দিল্লির ইন্ডিয়া গেট এ আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠান। ভারতীয় সেনার সাফল্য উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানান রাজনাথ সিং।

অনুষ্ঠানে রাজনাথ সিং আরো বলেন, মাঝে মাঝে ভাবি বাঙালি ভাই বোনদের কোন অপরাধ ছিল না। সংস্কৃতি ভাষা ধরে রাখার জন্য লড়াই করতে হয়েছিল সকলকে। বাঙালি ভাই বোনদের উপর যে অত্যাচার করা হয়েছিল তা মনুষ্যত্বের ওপর আঘাত। আজ মুক্তিযুদ্ধে প্রত্যেক সেনার অবদানের জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানাই।