সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ’বা’র ইলেক’ট্রিক গা’ড়ি নি’য়ে আ’স’ছে চি’না টেক জা’য়া’ন্ট শা’ও’মি!

এ'বা'র ইলেক'ট্রিক গা'ড়ি নি'য়ে আ'স'ছে চি'না টেক জা'য়া'ন্ট শা'ও'মি!

চিনা টেক জায়ান্ট শাওমি এখন একটা বড় নাম স্মার্টফোন, টিভি এবং অডিয়ো ডিভাইসের জগতে। এবার শাওমি আর একটি নতুন ক্যাটেগরিতে পদার্পণ করতে চলেছে । বিগত কিছু মাস ধরেই জল্পনা চলছে যে, ইলেকট্রিক গাড়ি নিয়ে কাজ করছে অ্যাপল। তার কিছু ইঙ্গিতও মিলেছে সম্প্রতি।

শুধু অ্যাপল নয়, ইলেকট্রিক গাড়ি নিয়ে কাজ করছে শাওমি। চিনের ইঝুয়াং শহরে গাড়ি উৎপাদন কেন্দ্র তৈরি করবে শাওমি। একই সঙ্গে তৈরি হবে গবেষণা কেন্দ্র।

শাওমি 2024 সাল থেকে বাণিজ্যিকভাবে গাড়ি উৎপাদন শুরু করতে পারে। গাড়ি বিক্রির জন্য সম্পূর্ণ নতুন ব্র্যান্ড তৈরির কথা ভেবেছেন Xiaomi প্রধান নেই জুন। শাওমি সেই কোম্পানিতে শুরুতেই 10 বিলিয়ন ইউয়ান (প্রায় 1.52 বিলিয়ন মার্কিন ডলার) লগ্নি করবে। আগামী 10 বছরে ইলেকট্রিক গাড়ি উৎপাদনে এই টাকা খরচ হবে।