সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মিঠুন চক্রবর্তীর সঙ্গে বি’য়ে না হওয়ায় অনেক ভা’লো হয়েছে: মমতা শঙ্কর

ক্রেডিট: আনন্দবাজার পত্রিকা

সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক অভিজিৎ সেনের ছবি প্রজাপতি। ছবিতে এক প্রধান ভূমিকায় অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী মমতা শংকর। মৃগয়া ছবির পর আবারও একসাথে মমতা মিঠুন। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সব ধরনের ছবিতেই তিনি সাবলীল। বুদ্ধদেব দাশগুপ্ত থেকে অভিজিৎ সেন প্রবীণ হোক বা নবীন চিত্রনাট্য ভালো থাকলেই আর কিছু চাইনা তার। দেবের সঙ্গে প্রথম কাজ হলেও আগেই পরিচিতি ছিল।

এই ছবিতে নিজের ছেলেদের মতোই পাশে পেয়েছেন দেবকে। দেবের বুনোহাঁস জুলফিকার ছবিগুলি তার বিশেষ পছন্দের বলে জানালেন অভিনেত্রী। ৪৬ বছর পর মিঠুনের সঙ্গে আবার। অথচ একবারও মনে হয়নি সে কথা। মিঠুনের পরিবারের সঙ্গেও বেশ ভালো সখ্যতা রয়েছে মমতা শংকরের। মৃগয়া ছবির পর বিয়ে ঠিক হয়েছিল মমতা মিঠুনের। সে কথা শুনে খানিকটা লজ্জা পেলেন বর্ষিয়ান অভিনেত্রী। তবে ওই অধ্যায়ের কথা আর তুললেন না তিনি।

বরং স্বামী চন্দ্রদয়ের সঙ্গে তার ভালোবাসা এবং বন্ধুত্বের দিকটা তুলে ধরলেন। তবে অত বিস্তারিত বলতে গেলে বই লেখা হয়ে যাবে বলেও ঠাট্টা করলেন অভিনেত্রী। চন্দ্রদয়ের সঙ্গে মিঠুনের খুব ভালো বন্ধুত্ব। বিয়ের পর একাধিকবার তাদের কথাও হয়েছে। মিঠুনকে জীবনসঙ্গী হিসেবে না পেয়ে কোন আক্ষেপ হয়? প্রশ্নের উত্তরে কিছু না ভেবেই তিনি বলেন ভালই হয়েছে বিয়ে না হয়ে। আমার নাচ ছবি করা বন্ধ হয়ে যেত। প্রায়শই মিঠুন তাকে বলতেন, তুই শিখছিস শেখ কিন্তু বউ হলে বাড়িতে থাকতে হবে। যোগিতার বেলায় যেটা হয়েছে আমার সঙ্গেও তাই হতো অকপট অভিনেত্রী মমতা শংকর।

আরো খবর: ভারত-চীন সীমান্তে চূ’ড়া’ন্ত উ’ত্তে’জ’না, স’ত’র্ক’তা জা’রি উত্তরবঙ্গ জু’ড়ে, অসমে চলছে বা’ড়’তি নজরদারি

ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য মিঠুনের সঙ্গে সম্পর্ক না হওয়াতে বেশ জোর খাটিয়ে বললেন অভিনেত্রী। তবে কৈশোর বয়সে অনেক ভুল করেছেন বলেও স্বীকার করলেন তিনি। প্রসঙ্গ ঘুড়িয়ে চলে এলেন সিনেমার কথায়। এই প্রজন্মের সব পরিচালকদের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে তার। অনেক সাবলীলভাবে সংলাপ বলা যায়। ঠিক গণশত্রু সিনেমায় সত্যজিৎ রায় যেমন স্বাধীনতা দিয়েছিলেন অভিনেতা অভিনেত্রীদের।

এখনকার পরিচালকদের মধ্যেও সেই একই ছায়া দেখতে পান অভিনেত্রী। সত্যজিৎ, মৃণাল সেনের সঙ্গে কাজ করেছেন-আগের তুলনায় বাংলা সিনেমায় কতটা পরিবর্তন হয়েছে! এখন সিনেমা অনেক বাস্তবধর্মী। আগে সমাজ সচেতনতামূলক সিনেমার সংখ্যা ছিল বেশি। সেখান থেকে কিছুটা বেরিয়ে আসতে পেরেছে আধুনিক বাংলা সিনেমা। তবে সব মিলিয়ে বর্তমান বাংলা সিনেমার ভক্ত অভিনেত্রী নৃত্যশিল্পী মমতা শংকর।