সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী বছরের ম’ধ্যে ভারতের IT সে’ক্ট’রে ৩০ লক্ষ ক’র্মী কা’জ হারাতে পা’রে: বলছে সমীক্ষা

ভারতীয় IT সংস্থায় ৩০ লাখ কর্মী ছাঁটাই হতে পারে ;জানাল ব্যাঙ্ক অফ আমেরিকার একটি রিপোর্ট। অনেক মানুষই করোনাভাইরাসের ধাক্কায় চাকরি খুইয়েছেন। এবার আশঙ্কা বাড়াচ্ছে প্রযুক্তির ব্যবহার। তার জেরে আগামী বছরের মধ্যে ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চাকরি হারাতে পারেন প্রায় ৩০ লাখ কর্মী।

সম্প্রতি ব্যাঙ্ক অফ আমেরিকার একটি রিপোর্টে এমনই জানানো হয়েছে।ন্যাসকমের পরিসংখ্যান অনুযায়ী, ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে প্রায় ১.৬ কোটি মানুষ চাকরি করেন। তাঁদের মধ্যে ন’কোটি কর্মী কম দক্ষতার পরিষেবা এবং বিপিওয়ের সঙ্গে যুক্ত আছেন।

উল্লেখ্য,ব্যাঙ্ক অফ আমেরিকার রিপোর্ট অনুযায়ী, সেই কর্মীবলের ৩০ শতাংশকে আগামী বছরের মধ্যে ছাঁটাই করা হবে।রোবট প্রসেস অটোমেশন অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন সফটওয়ার। সত্যিকারের রোবট নয়। যা ব্যাপক মাত্রায় রুটিন কাজ করতে পারে। তার ফলে অন্যান্য কাজে মন দিতে পারেন কর্মীরা এবং অন্যান্য প্রযুক্তির ব্যবহারের ফলে প্রায় ৩০ লাখ কর্মী চাকরি হারাবেন। তবে শুধু ভারতে নয়, প্রযুক্তিগত উন্নতির ফলে আমেরিকায় ১০ লাখ কর্মী ছাঁটাই হতে পারে।

এছাড়া সেই রিপোর্টে বলা হয়েছে, ‘রোবট প্রসেস অটোমেশনের মতো প্রযুক্তির উন্নতির ফলে আগামী ২০২২ সালের মধ্যে টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস), ইনফোসিস, উইপ্রো, এইচসিএল, টেক মাহিন্দ্রা, কগনিজেন্ট-সহ অন্যান্য সংস্থায় সম্ভবত কম দক্ষতার পরিষেবার সঙ্গে যুক্ত ৩০ লাখ কর্মীকে ছাঁটাই হতে চলেছে।’